ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান পরিচালনায় সহজ উপায় বের করতে আমরা বানিয়েছি প্রত্যেকটি রিপোর্ট দেখার সুবিধা সম্বলিত সফটওয়্যার MFMS BD ।ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান বা সমবায় সমিতি বা কোন সংস্থার কার্যপ্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে এটি সহায়ক ভূমিকা পালন করবে।
একটি ক্ষদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান বা সমবায় সমিতি অথবা কোনো সংস্থার পরিচালনা প্রক্রিয়ার সাথে মূলধন বিবৃতি পয়েন্টটি বেশ সুপরিচিত।
একটি ক্ষুদ্রঋণ (MicroFinance) প্রদানকারী প্রতিষ্ঠানের কাজই হচ্ছে ক্ষুদ্র ঋণদানে ছোট-মাঝারি উদ্যোক্তা, দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের শর্ত সাপেক্ষে নগদ অর্থ প্রদানে সহায়তা করা।
একটি প্রতিষ্ঠানের আয় থাকলে, ব্যয় (Expense) থাকবে! অন্যান্য যেকোনো প্রতিষ্ঠানের মতো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান বা সংস্থা গুলোতেও হিসাব-নিকাশ নিয়ন্ত্রণে রাখতে হয়।
দেশের যেকোনো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান (MicroFinance Organization)কে সফটওয়্যার বেইজ পরিচালনা করতে চাইলে খাতাকলমের কোন প্রয়োজন পড়বে না। দরকার হবে না আয়-ব্যয় সহ যাবতীয় হিসাবকেতাব টুকে রাখার জন্য এনালগ কোন পদ্ধতি।
একটি ঋণ দানকারী প্রতিষ্ঠান (MicroFinance Organization) বা সমবায় সমিতি পরিচালনার ক্ষেত্রে কিছু রুলস এন্ড রেগুলেশন মেনে পরিচালনা করতে হয়।