একটি প্রতিষ্ঠানের আয় থাকলে, ব্যয় (Expense) থাকবে! অন্যান্য যেকোনো প্রতিষ্ঠানের মতো ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান বা সংস্থা গুলোতেও হিসাব-নিকাশ নিয়ন্ত্রণে রাখতে হয়। সঠিক আয়-ব্যয়ের হিসাব-নিকাশ প্রতিষ্ঠা না করতে পারলে, প্রতিষ্ঠান বেশিদিন টিকে রাখা সম্ভব না। আমরা সকলেই জানি ঋণদানকারী সংস্থা বা সমবায় সমিতি গুলোর গ্রাহক সংখ্যার সাথে সাথে আর্থিক হিসাবের পরিমাণও অনেক বেশি হয়ে থাকে। যার ফলে এসব প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে নানা রকম জিটিলতা দেখা দেয়। আমরা এ সকল বিষয় পর্যালোচনা করে তৈরি করেছি বন্ধুসুলভ MicroFinance Management System BD - MFMSBD সফটওয়্যারটি।
যা প্রতিষ্ঠানে যাবতীয় খরচ এন্ট্রি করার সুবিধার সাথে থাকছে, সেগুলোর আর্থিক যোগফল একসাথে দেখার সুযোগ। অর্থাৎ ব্যয় বিবরণী (Expense Report) থেকে প্রতিষ্ঠানের দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক অথবা যেকোনো বছরের যেকোনো মাসের ব্যয়ের হিসাব-নিকাশ দেখতে পারবেন। শুধু যে দেখতে পারবেন এমনটা নয়, যেকোন ডিভাইসে চাইলে নতুন খরচের তালিকা যুক্ত করতে পারবেন।
তাছাড়াও দেখতে পারবেন ব্যয়ের তালিকা, তারিখ, ব্যয়ের ধরন, পরিমান, রসিদ নম্বর, ভাউচার নম্বর এমনি কার মাধ্যমে ও কোন ব্রাঞ্চ থেকে ব্যয় হয়েছে তার তথ্যও দেখাবে যাবে আমাদের MFMS BD সফটওয়্যারটি।
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205