সমবায় হল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান যেটি একদল সদস্য তাদের সম্মিলিত কল্যাণের জন্য পরিচালনা করেন। আন্তর্জাতিক সমবায় মৈত্রী (International Co-operative Alliance) তাদের সমবায় পরিচিতি নির্দেশিকাতে সমবায়ের সংজ্ঞা দিয়েছে এই ভাবে যে, সমবায় হল সমমনা মানুষের স্বেচ্ছাসেবামূলক একটি স্বশাসিত সংগঠন যা নিজেদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং এ লক্ষ্যে অংশীদারিত্বের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত ব্যবসা পরিচালনা করে। একটি সমবায় প্রতিষ্ঠান এমনও হতে পারে যেখানে ব্যবসাটি এর সুবিধাভোগী সকলে সমভাবে নিয়ন্ত্রণ করে অথবা তারাই এই প্রতিষ্ঠানে কাজ করে।
সমবায় সমিতির করণীয় ও বর্জনীয় সমূহ কি কি :
একটি আদর্শ সমবায় সমিতির স্থায়ীত্ব রক্ষার্থে কিছু করণীয় ও বর্জনীয় বিষয় সমূহ সঠিক ভাবে মেনে চলতে হয়। সমবায় সমিতির করণীয় ও বর্জনীয় বিষয় সমূহ রয়েছে। নিচে তা দেখানো হয়েছে-
সমবায় সমিতির করণীয় সমূহ :
➾ সমবায় আইন, বিধি ও উপ-আইন মোতাবেক সমিতি পরিচালনা করা।
➾ সমবায় সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য সকল সদস্যকে অবহিত করা।
➾ সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় ও শেয়ার একত্রীত করে মুলধন গঠন করা।
➾ ব্যবসায়িক ও উৎপাদনমুখী কার্যক্রম গ্রহণ করা।
➾ প্রতি মাসে কমপক্ষে একটি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠান করা।
➾ সময়মত বার্ষিক সাধারণ সভা ও নিবার্চন অনুষ্ঠান করা।
➾ সমিতির যাবতীয় খাতাপত্র হালনাগাদ ও সঠিকভাবে সংরক্ষণ অডিটের জন্য উপাস্থাপন করা।
➾ বার্ষিক অডিট শেষে অডিট উত্থাপিত আপত্তির উপর সংশোধনী প্রতিবেদন দাখিল করা।
➾ অডিট অফিসারের সুপারিশের প্রেক্ষিতে সদস্যের মধ্যে লভ্যাংশ বণ্টন করা।
➾ ধার্যকৃত অডিট ফি ও সিডিএফ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করা।
➾ সমিতির যাবতীয় আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পাদন করা।
সমবায় সমিতির বর্জনীয় সমূহ :
➾ নিবন্ধন ছাড়া সমবায়ের নামে কোন আর্থিক লেনদেন করা যাবে না।
➾ বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতিরেকে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করা যাবে না।
➾ সমিতির সদস্য ছাড়া অন্য কারো কাছে আমানত গ্রহণ ও ঋণ প্রদান করা যাবে না।
➾ অতি মুনাফা/বেশি সুদের লোভ দেখিয়ে মেয়াদী আমানত গ্রহণ করা যাবে না।
➾ সমবায় সমিতির কার্যক্রম পরিচালনার জন্য কোন শাখা অফিস খোলা যাবে না।
➾ নির্বানী এলাকার বাহিরে কোন সদস্য ভর্তি করা যাবে না।
➾ সাধারণ সদস্যের স্বার্থের পরিপন্থী কোন কাজ করা যাবে না।
➾ নিজেদের মধ্যে দ্বন্ধ ও সংঘাতে জড়িত হওয়া যাবে না
সফটওয়্যারটি ব্যবহারের খরচ -
আমরা এই সফটওয়্যারের খরচ নির্ধারণ করি আপনার সমিতি বা সংস্থার বেশ কয়েকটি বিষয়কে মাথায় রেখে (গ্রাহকের সংখ্যা তার মধ্যে অন্যতম)। কারণ, আপনার রিকুয়ারমেন্টগুলো প্রায়ই পরিবর্তন হতে পারে - যেমন গ্রাহকের সংখ্যা, কর্মচারীর সংখ্যা, কাস্টমাইজেশনের পরিমাণ, স্থানান্তরিত করা ডেটা ইত্যাদি।
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
📞কল/হোয়াটসঅ্যাপঃ +88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com