Microfinance Management System অর্থাৎ ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা পদ্ধতি। MFMS BD হলো অত্যাধুনিক পদ্ধতিতে সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার একটি সফটওয়্যার।
Microfinance Management System নামের এই সফটওয়্যাটি ব্যবহার করে আপনি আপনার সমবায় সমিতি অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সহজেই সমাধান করতে পারবেন। এ সফটওয়্যাটিতে এমন কিছু বৈশিষ্ট্য সংযোজিত করা হয়েছে যাতে করে আপনার দৈনন্দিন সমবায়ের হিসাব-নিকাশ, মূল্যবান সময় ও আপনার শ্রম অপচয় থেকে আপনাকে রক্ষা করবে। আপনি কম্পিউটার ,ল্যাপটপ অথবা স্মার্টফোন দিয়েও "MFMSBD" ব্যবহার করে পুরো একটি সমবায়ের সকল বিষয় পর্যবেক্ষণ করতে পারবেন।
এতে যা রয়েছে.........
ব্যবহারকারীর প্রবেশ (User Login)
(১) Dashboard (ড্যাশবোর্ড)
(২) কাস্টমার (Customers)
কোনো ব্যবহারকারী MFMS সফটওয়্যারটিতে প্রবেশ করার পর একটি Front Desk -এ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করার নির্দেশ দিবে। লগিন পরবর্তী সফটওয়্যারের সকল ইনফরমেশন ও আপডেট সম্পর্কে অবহিত হওয়া যাবে।
সফটওয়্যার দ্বারা পরিচালিত কোনো সমবায় সমিতি বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মালিকগণ তাদের সময় বাঁচাতে এবং মোট আয়-ব্যয়ের হিসাব একনজরে দেখার জন্য ড্যাশবোর্ড ব্যবহার করে থাকে। উদাহরণস্বরূপ নিচের একটি ছবিতে ড্যাশবোর্ডের ওভারভিউ দেখানো হলো-
" MFMSBD " সফটওয়্যারটির মাধ্যমে আপনার সমিতি বা প্রতিষ্ঠানে সঞ্চয়ীদের নাম অনুসন্ধান করতে চাইলে Customer>Customers Search-এ গিয়ে ইনপুট ফিল্ডে একজন সঞ্চয়ীর তথ্য সঠিকভাবে পূরণ করে নিচের Continue -এ ক্লিক করে সঞ্চয়ীর সকল হিসাব দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
" MFMSBD " সফটওয়্যারটির মাধ্যমে আপনার সমিতি বা প্রতিষ্ঠানে নতুন সঞ্চয়কারীর নাম যোগ করতে চাইলে Customer>New Customer -এ গিয়ে ইনপুট ফিল্ডে সকল তথ্য সঠিকভাবে পূরণ করে নিচের Continue -এ ক্লিক করে নতুন সঞ্চয়ীর হিসাব নম্বর খুলতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” এই সফটওয়্যারে Customer> Active Customer মেন্যুতে ক্লিক করে আপনার সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সকল সক্রিয় বা চলতি সঞ্চয়কারীর তালিকা দেখতে পারবেন। তালিকায় ত্রুটি থাকলে সেটা সহজে সংস্করণ করার সুবিধাও আছে। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
সফটওয়্যারে Customer>Active Customer>Cust. No. এ ক্লিক করলে Deposit অপশন দেখাবে। সেখানে ইনপুট ফিল্ড পূরণ করে সঞ্চয়কারীর আমানত জমা করা যাবে। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
একইভাবে Customer>Active Customer>Cust. No. এ ক্লিক করলে Withdrawal অপশন দেখাবে। সেখানে ইনপুট ফিল্ড পূরণ করে সঞ্চয়কারীর জমাকৃত পর্যাপ্ত অর্থ উত্তোলন করা যাবে।
এই “MFMSBD” সফটওয়্যারে Customer > Inactive Customer মেন্যু তে ক্লিক করে আপানার সমবায় সমিতি বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের যে সকল কাস্টমার বা সঞ্চয়ী তাদের হিসাব নাম্বার (সদস্য) বাতিল করেছে তাদের তালিকা Inactive Customer গিয়ে দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” Loan> Loan Search মেন্যুতে ক্লিক করে আপনার সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের যেকোনো ঋণ গ্রহীতার আইডি নম্বর লিখে সার্চ করে তাদের অবস্থা বা ধরণ সম্পর্কে জানা যাবে। এছাড়াও পেন্ডিং, এপ্রুভড, রিফিউজড, এবান্ডন্ড ও ক্লিয়ার্ড কিওয়ার্ড ইউজ করে ঋণ গ্রহীতার তালিকা খুব সহজেই জানতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Loan>Active Loan মেন্যুতে ক্লিক করে আপনার সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সকল Active Loan Holders বা চলতি ঋণ গ্রহীতাদের দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Loan> Pending Loans মেন্যুতে ক্লিক করে আপনার সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সকল Pending Loans বা অপেক্ষমান ঋণ গ্রহীতাদের তালিকা দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Loan> Loan Securities মেন্যুতে ক্লিক করে সকল Loan Holders বা ঋণ গ্রহীতারা তাদের ঋণ বাবদ কি সিকিউরিটিজ রেখেছেন তা দেখতে পারবেন।উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Account> Expenses অপশনে গিয়ে New Expense ইনপুট ফিল্ড পুরণের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের যেকোনো নতুন ব্যয় লিপিবদ্ধ করতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” Accounting>Incomes -মেন্যুতে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের সকল আয় সম্পর্কিত বিষয়াদির তালিকা দেখতে পারবেন এবং সেইসাথে পাশের New Income ইনপুট ফিল্ডে নতুন আয় এন্ট্রি করা যাবে। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Accounting>Annual Accounts মেন্যুতে গিয়ে আপনার প্রতিষ্ঠানের যেকোনো বছরের হিসাব দেখতে ও বন্টন করতে পারবেন অর্থাৎ বার্ষিক শেয়ার লভ্যাংশ ও বার্ষিক সঞ্চয় সুদের বন্টন প্রক্রিয়া জনিত সুবিধা এখানে পাবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Employees>New Employee মেন্যুতে আপনার সমবায় সমিতি বা ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠানের নতুন কর্মচারীর নাম, ঠিকানা, পজিশন সংক্রান্ত সকল তথ্য পূরণ করে একটি Employee একাউন্ট তৈরি করতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Employees> Current Employee মেন্যুতে গিয়ে আপনার প্রতিষ্ঠানের কর্মচারীর তালিকা দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারেEmployees>Former Employee মেন্যুতে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকা সকল সাবেক কর্মচারীর তালিকা দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Reports>Income Report মেন্যুতে ক্লিক করে আপনার সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণদান প্রতিষ্ঠানের দৈনিক, মাসিক, বার্ষিক অথবা যেকোনো বছরের যেকোনো মাসের আয়ের হিসাব দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
সফটওয়্যারে Reports>Expense Report মেন্যুতে ক্লিক করে আপনার সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণদান প্রতিষ্ঠানের দৈনিক, মাসিক, বার্ষিক অথবা যেকোনো বছরের যেকোনো মাসের ব্যয় বা খরচের হিসাবনিকাশ দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
সফটওয়্যারে Reports>Loans Report এ ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের সকল ঋণ প্রতিবেদন গুলো দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
Reports>Capital Report -এ ক্লিক করে আপনার সমিতির বা প্রতিষ্ঠানের সকল মূলধন বিবরণী দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
Reports>Annual Report এ গিয়ে আপনার প্রতিষ্ঠানের এক বছরে ঘটে যাওয়া হিসাবের বিবরণী দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
Reports>Monthly Report এ গিয়ে আপনার প্রতিষ্ঠানের প্রত্যেক মাসের হিসাব বিবরণী দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
Reports>Weekly Report এ গিয়ে আপনার প্রতিষ্ঠানের সাপ্তাহিক হিসাবের বিবরণী দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
Reports>Daily Report এ গিয়ে আপনার প্রতিষ্ঠানের দৈনন্দিন হিসাবের বিবরণী দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Branch Reports>Customer Of Branch -এ গিয়ে কোন শাখায় কতজন সক্রিয় গ্রাহক আপনার প্রতিষ্ঠানে আছে সেই তথ্য এক ক্লিকেই জানতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
Branch Reports>Income Report মেন্যুতে গিয়ে জানতে পারবেন কোন ব্রাঞ্চে কোন বছরের কোন মাসে কত আয় হয়েছে তার বিস্তারিত তথ্য। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
Branch Reports>Expense Report মেন্যুতে গিয়ে জানতে পারবেন কোন ব্রাঞ্চে কোন বছরের কোন মাসে কত ব্যয় বা খরচ হয়েছে তার তথ্য। এছাড়াও ভিন্নভিন্ন ব্রাঞ্চে কোন পার্পাসে কত ব্যয় হয়েছে সেটার সম্পর্কে বিস্তারিত জানা যাবে। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
সফটওয়্যারে Branch Reports> Loans Report -এ গিয়ে জানতে পারবেন কোন ব্রাঞ্চ থেকে কোন বছরের কোন মাসে কতগুলো ঋণ প্রদান করা হয়েছে তার তথ্য। বকেয়া ঋণ পরিশোধ, ঋণ পুনরুদ্ধার, ঋণ আউট- এসব প্রতিবেদনে তারিখসহ গ্রাহকের হালনাগাদ অবস্থা ও অর্থের পরিমাণ জানা যাবে। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
সফটওয়্যারে Branch>Capital Report -এ গিয়ে জানা যাবে আপনার সমবায় সমিতি বা ঋণদান প্রতিষ্ঠানের কোন শাখায় এই মূহুর্তে কত মূলধন আছে এবং যেকোনো মাসের কিংবা বছরের মূলধন সম্পর্কে জানা যাবে। মোটকথা, মূলধন সংযোজন ও মূলধন কর্তন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
Branch>Monthly Report -মেন্যুতে গিয়ে প্রত্যেক মাসের অথবা যেকোনো বছরের যেকোনো মাসের আয়, ব্যয়, বকেয়া ঋণ পরিশোধ, ঋণ পুনরুদ্ধার, ঋণ আউট মূলধন সংযোজন ও মূলধন কর্তন হিসাবের আর্থিক ফলাফল দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
Branch>Annual Report -মেন্যুতে গিয়ে প্রত্যেক বছরের অথবা যেকোনো বছরের আয়, ব্যয়, বকেয়া ঋণ পরিশোধ, ঋণ পুনরুদ্ধার, ঋণ আউট মূলধন সংযোজন ও মূলধন কর্তন হিসাবের আর্থিক ফলাফল দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
সফটওয়্যারে Branches -মেন্যুতে ক্লিক করে আপনার সমবায় সমিতি ও ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠানের ব্রাঞ্চ'গুলো দেখতে পারবেন। সেইসাথে পাশের ইনপুট ফিল্ড পূরণ করে আপনার প্রতিষ্ঠানের নতুন ব্রাঞ্চ বা শাখা খুলতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Reports>Monthly Report এ গিয়ে আপনার প্রতিষ্ঠানের প্রত্যেক মাসের হিসাব বিবরণী দেখতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে লোন বা ঋণ সেটিং একটি গুরুত্বপূর্ণ অপশন। এখানটায় লভ্যাংশের হিসাব পদ্ধতি মাসিক, সাপ্তাহিক, দৈনিক যেকোনো অবস্থানে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার প্রতিষ্ঠানে মিনিমাম লভ্যাংশ বা সুদের হার কত রাখবেন সেটা আপনার হাতে নিয়ন্ত্রণ করা সম্ভব। ঋণের সময়কালও নির্ধারণ করা যাবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ কত টাকার ঋণ প্রদান করা যাবে সেই লিমিটেশন নির্দিষ্ট করতে পারবেন। ঋণের কিস্তি পরিশোধে কতদিন বিলম্ব হলে অটোমেটিক জরিমানা জুড়ে দিবেন সেটার নিয়ন্ত্রণ এখান থেকে করা যাবে। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Setting>Fees and Charges অপশনে আপনার সমবায় সমিতি ও ঋণদান প্রতিষ্ঠানের কাস্টমার তথা ঋণ গ্রহীতাদের জন্য কিছুকিছু বিষয়ে অতিরিক্ত খরচ চার্জ করতে পারবেন। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের স্বার্থে Fees and Charges মেন্যুটির ইনপুট ফিল্ড নিজের ইচ্ছে মতো পূরণ করতে পারেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Setting>Users এ গিয়ে আপনার প্রতিষ্ঠানে যোগ হওয়া নতুন ব্যবহারকারীর একাউন্ট খুলতে পারেন। এখান থেকে ব্যবহারকারীর ধরনও নির্ধারণ করতে পারবেন এবং সেইসাথে কোন কর্মচারীর আওতায় কোন ব্যবহারকারী কোন ব্রাঞ্চের অন্তর্ভুক্ত হবে সেটাও এখানে উল্লেখ আছে। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Setting>User Groups আপনার প্রতিষ্ঠানে ব্যবহারকারীর গ্রুপ বা ধরন খুলতে চাইলে এখান থেকে নিজের মতো করে খুলতে পারবেন। যেমন- একজন ইউজারের ক্ষমতা হতে পারে Admin, Editor কিংবা Manager, যা আপনার প্রতিষ্ঠানের উপর বেজ করে ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও বর্তমান ব্যবহারকারী ও ব্যবহারকারী গোষ্ঠীর তালিকা দেখতে পারবেন এখানে। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Setting>Log Records অপশনে আপনার প্রতিষ্ঠানের সকল ব্যবহারকারীর সর্বশেষ ৫০০টি এক্টিভিটি দেখা যাবে। এখানকার এক্টিভিটি বলতে কোন ব্যবহারকারী কবে কখন কয়টায় মাইক্রো ফিন্যান্স সফটওয়্যারটি ইউজ করেছে এবং বর্তমানে কারাকারা ইউজ করতেছে তা তালিকা আকারে জানা যাবে। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারে Setting>Expense Type এখানে আপনার প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ বা ব্যয়ের মাধ্যম অর্থাৎ কোন টাইপ আইটেম খরচ লিস্টে আছে তার একটি তালিকা দেখতে পারবেন এবং সেইসাথে পাশের বক্সে নতুন খরচের আইটেম নিজের ইচ্ছেমতো তৈরি করতে পারবেন এবং প্রত্যেকটা আইটেম সহজে চেনার জন্যে শর্ট নাম ক্রিয়েট করতে পারবেন, যেমন- Expense Type- Staff Facilitation -এর শর্টফর্ম Exp_SFC নামে ক্রিয়েট করতে পারবেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-
এই “MFMSBD” সফটওয়্যারেDashboard>LogOut/লগআউট অর্থ প্রস্থান। আমরা জানি রক্তে-মাংসে গড়া কোনো প্রাণীই সারাদিন কাজের মধ্যে থাকতে পারে না। দিনের একটা সময় আমাদের বিশ্রামের প্রয়োজন আছে। বিশ্রাম নিতে হলে অবশ্যই ডিজিটাল পর্দাতেও কাজের শেষে বেড়িয়ে আসতে হয়। আমাদের মাইক্রোফিন্যান্সের LouOut অপশনটি আপনাকে বেড়িয়ে আসার পথ দেখাবে, অর্থাৎ আপনি সব কাজ গুছিয়ে অথবা এলোমেলো রেখে নিজস্ব একাউন্ট থেকে বেড়িয়ে আসলেন। মোটকথা আপনার অর্থিক হিসাবনিকাশকে নিরাপদে রেখে আপনি চিন্তামুক্তির জন্য লগআউট করলেন। উদাহরণস্বরূপ তার একটি ছবি সংযুক্ত করে দেওয়া হলো-