তথ্যপ্রযুক্তি এই যুগে যেকোন ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, মাল্টিপারপাস সমিতি বা সমবায় সমিতি/এনজিও সুন্দরভাবে পরিচালনার জন্য সফটওয়্যার প্রয়োজন হয়ে থাকে। দৈনিক, সাপ্তাহিক ও মাসিক হিসাবসহ সমিতি বা এনজিও এর প্রতি মাসের যাবতীয় আনুষাঙ্গিক বিলের হিসাব প্রস্তত করতে তৈরি হয়েছে MFMSBD সফটওয়্যারটি।
MFMSBD সফটওয়্যার একটি ক্লাউড বেইজড সফটওয়্যার। যে কোন জায়গা থেকে মোবাইল, ল্যাপটপ, ট্যাব এবং ডেস্কটপ কম্পিউটার থেকে ব্যবহার করা যায়। দৈনন্দিন কালেকশন, ঋণের হিসাব, শেয়ারের হিসাব, সঞ্চয় হিসাব, মাসিক সঞ্চয় হিসাব, ডিপিএস এর হিসাব, এফ ডি আর হিসাব, সিসি লোন এর মত বিষয় গুলো খুব সহজেই ম্যানেজ করা যাবে, এই সফটওয়্যার টি ব্যবহারের মাধ্যম। এস এম এস এর মাধ্যমে ব্যাংকের মত নোটিফিকেশন পাঠানো যাবে। বাৎসরিক শেয়ার প্রফিট বিতরণ, সঞ্চয় এর উপরে প্রফিট বিতরণ, ডিপিএস এর উপর প্রফিট বিতরণসহ প্রাতিষ্ঠানিক লাভ-ক্ষতি কয়েকটি ক্লিকের মাধ্যমেই খুব সহজে আউটপুট নেয়া যাবে।
মাঠকর্মীরা সরাসরি কি তাদের মোবাইল ফোনের মাধ্যমে দৈনন্দিন কালেকশনগুলো করে ফেলতে পারবে। এতে করে সমিতির কাজ ৭০ শতাংশ কমে যাবে। বছর শেষে অডিট রিপোর্ট সহ ২০০ এর বেশি ধরণের রিপোর্ট সফটওয়্যার থেকেই আউটপুট নেয়া যাবে। অডিট রিপোর্টে সমবায় অধিদপ্তর বা সমবায় আইন ফলো করে তৈরি করা হয়েছে।
এক কথায় বলতে ম্যানুয়াল প্রসেসে সমিতি যে কাজগুলো করে সেটাকে যদি ১০০% ধরা হয়, তাহলে MFMSBD সমবায় সমিতি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তা নেমে আসবে ৩০%। এতে বাঁচবে আপনার মূল্যবান সময় এবং কাজ সম্পন্ন হবে দ্রুত।
মাস শেষে স্টাফদের কনভেন্স বিল, বেতন, বোনাস, রক্ষণাবেক্ষণ খরচ হিসাব করে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবেই লাভ কিংবা ক্ষতির জানান দেয়। অ্যাকাউন্টিং বিষয়ে জ্ঞান না থাকলেও চিন্তার কোন কারণ নেই কারণ ব্যালেন্স সিট এই সফটওয়্যারটিই স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে দিচ্ছে।
ইতোমধ্যে বাংলাদেশের ৬৪ জেলাসহ দেশের বাইরের ৩০০+ সমিতি এবং এনজিও দৈনন্দিন ব্যবহার করছে MFMSBD সফটওয়্যারটি।
সফটওয়্যারটি ব্যবহারের খরচ -
আমরা এই সফটওয়্যারের খরচ নির্ধারণ করি আপনার সমিতি বা সংস্থার বেশ কয়েকটি বিষয়কে মাথায় রেখে (গ্রাহকের সংখ্যা তার মধ্যে অন্যতম)। কারণ, আপনার রিকোয়ারমেন্টগুলো প্রায়ই পরিবর্তন হতে পারে - যেমন গ্রাহকের সংখ্যা, কর্মচারীর সংখ্যা, কাস্টমাইজেশনের পরিমাণ, স্থানান্তরিত করা ডেটা ইত্যাদি।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration