একটি ঋণ দানকারী প্রতিষ্ঠান (MicroFinance Organization) বা সমবায় সমিতি পরিচালনার ক্ষেত্রে কিছু রুলস এন্ড রেগুলেশন মেনে পরিচালনা করতে হয়। অনলাইন ভিত্তিক প্রাতিষ্ঠানিক মাধ্যমেও আপনাকে রুলস এন্ড রেলুলেশন মেনেই পরিচালনা করতে হবে। তবে একটি অনলাইন ভিত্তিক সফটওয়্যারে এগুলোর সবই ফিচার হিসেবে রাখা হয় যার কারণে আলাদা করে কোন কিছু তৈরি করার প্রয়োজন পড়ে না। ধরুন আপনার প্রতিষ্ঠানের দৈনন্দিন রিপোর্ট তথা বিবৃতি দেখতে অথবা প্রকাশ করতে চাচ্ছেন। একটি সফটওয়্যার আপনাকে সেই সুবিধার পুরোটাই দিতে বাধ্য। বিশেষ করে আমাদের MFMS BD সফটওয়্যারে আশা করি আপনি কোন কিছুর কমতি পাবেন না।
এখানে আপনি দিন শেষেও প্রতিষ্ঠানের যাবতীয় বিবরণী পাবেন খুব সহজেই। দৈনিক, সাপ্তাহিক, মাসিক এমনকি বার্ষিক হিসাবনিকাশের পূর্ণ বিবরণ পাবেন একমাত্র আমাদের MFMS BD সফটওয়্যার থেকেই। এছাড়াও আয়, ব্যয়, ঋণ এবং মূলধণের সকল রিপোর্ট থাকছে একটি মাত্র ফিচার যেটি হলো বিবরণী (Reports)। এটি এমন একটি অপশন যেখান থেকে প্রতিষ্ঠানে ঋণ গ্রহীতাদের ব্যাপারে যেকোনো মাসের অথবা বছরের বিস্তারিত তথ্য তথা আয়, ব্যয়, ঋণ, মূলধনের মতো গুরুত্বপূর্ণ বিষয় এক ক্লিকে জানতে পারবেন যেটা আপনার প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরো সহজ ও নির্ভেজাল করতে সহায়তা করবে।
আপনারা জানেন আমরা খুঁত রেখে কাজ করি না। এইজন্য সময় বাঁচাতে ও ইউজিং প্রোসেস ইজি করতে MFMS BD সফটওয়্যারের Reports ফিচারটা একটি আর্কাইভের ন্যায় কাজ করবে, যেখানে আপনি পাচ্ছেন আপনার ঋণ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজের আপডেটগুলো।
পূর্ণ সুস্থতার সহিত সবসময় নিজের প্রতিষ্ঠানের খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাকে।
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205