ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান পরিচালনায় সহজ উপায় বের করতে আমরা বানিয়েছি প্রত্যেকটি রিপোর্ট দেখার সুবিধা সম্বলিত সফটওয়্যার MFMS BD ।
ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান বা সমবায় সমিতি বা কোন সংস্থার কার্যপ্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে এটি সহায়ক ভূমিকা পালন করবে। আমাদের ড্যাশবোর্ডটি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের হিসাবনিকাশের উপর গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে তাই নিশ্চিন্তে বলায় যায় রিপোর্ট (Report) একটি সহায়ক পয়েন্ট। এখানে থাকছে বাৎসরিক বিবরণী (Annual Report) নামের একটি সাব-মেন্যু যার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের এক বছরের মোট হিসাব সম্পর্কে তড়িঘড়ি ডিটেইলস জানতে পারবেন এবং স্বল্প সময়ে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।
বার্ষিক রিপোর্ট(Annual Report) এর এক্সপোর্ট প্রতিবেদন চার্ট থেকে সহজে প্রতি বছরের হিসাবের অংক এবং ইনকামের ধরণানুযায়ী মোট টাকার অংক জানা যাবে এক নজরে। Due Loan Payments বা বকেয়া ঋণ পরিশোধের বার্ষিক পরিসংখ্যান জানাতে সাহায্য করবে আমাদের MFMS BD অনলাইন সফটওয়্যার। একই পজিশনে Loan Recoveries বা ঋণ পুনরুদ্ধার সম্পর্কে একইভাবে জানার সহজ উপায়ও থাকছে এখানে। এছাড়াও দুটি এজেন্সিয়াল বিষয় হলো- লোন আউট(Loan Out) ও Capital Additions বা মূলধন সংযোজন। আপনার প্রতিষ্ঠান থেকে এ বছরে কতটি ঋণ প্রদান করা হয়েছে সেই তালিকা ও আর্থিক অংকের হিসাব জানাবে আমাদের তৈরি "লোন আউট"। একইভাবে Capital Additions বা মূলধন সংযোজন থেকে কোনকোন খাতে এবছর কি পরিমাণ অর্থ যোগ করা হয়েছে সেটার বিস্তারিত তথ্য পাবেন।
শুধু অর্থবছরের হিসেব বা পরিসংখ্যান নয়, আপনি চাইলে অতীতের যেকোনো বছরের হিসেব জানতে ও সংযুক্ত করতে পারেন। এককথায় বলবো আমরা একটি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সকল বিষয়ের উপর বিচক্ষণতা থেকে আপনাদের সাধ্যময়তো সুযোগ, সুবিধা ও সেবা দিতে প্রস্তুত সবসময় MFMS BD। আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। ধন্যবাদ।
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205