তথ্যপ্রযুক্তি এই যুগে যেকোন ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, মাল্টিপারপাস সমিতি বা সমবায় সমিতি/এনজিও (Microfinance) লোন (Loan) ব্যবস্থাপনা (Management) সুন্দরভাবে পরিচালনার জন্য সফটওয়্যার প্রয়োজন হয়ে থাকে। বর্তমান গ্রামগঞ্জেও ব্যক্তিপরিচালিত অনেক সমবায় সমিতি বা ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান গড়ে উঠছে যার মাধ্যমে স্বল্প আয়ের লোকজন ঋণ গ্রহণে সুবিধা পাচ্ছেন। বর্তমানে এসব ঋণদানকারী প্রতিষ্ঠান গুলো ঋণ প্রদানে বেশি কার্যকর ভূমিকা পালন করছেন।
এরকম ক্ষুদ্র ঋণদানে বিভিন্ন ঋণদানকারী প্রতিষ্ঠান যেমন- ব্যাংক, এনজিও, মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এবং সমবায় সমিতিগুলো এগিয়ে আসে। বর্তমানে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ব্যক্তি উদ্যাগে এরকম ঋণদানকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে। আমরা এসকল মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠান গুলোর কথা মাথায় রেখেই সম্পূর্ণ নিজ উদ্যাগে তৈরি করেছি MicroFinance Management System BD - MFMSBD নামক বিশেষ এই সফটওয়্যারটি। আশা করি এই অত্যাধুনিক সফটওয়্যারটি আপনাদের চাহিদার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে।
এই ঋণদান প্রক্রিয়ায় প্রতিদিন কতজনকে কি পরিমান ঋণ প্রদান, কি পরিমান ঋণ আদায় এবং মাঠে কতজনের মাঝে কি পরিমাান ঋন বকেয়া রয়েছে তার নিখুঁত হিসাব-নিকাশের উপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি আমাদের অনলাইন ভিত্তিক MicroFinance Management System BD - MFMS BD সফটওয়্যারটি। যা আপনার প্রতিষ্ঠানকে সুষ্ঠভাবে ঋণ আদান ও প্রদানের সহায়ক হিসাবে কাজ করবে।
MFMSBD সফটওয়্যারটির সুবিধাসমূহঃ
★ আপনাকে ফিজিক্যাল সার্ভার এবং অন্যান্য হার্ডওয়্যার আনুষাঙ্গিক বিষয়গুলোতে বিনিয়োগ করতে হবে না ৷
★ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বা সমবায় সমিতি ঝামেলাহীনভাবে পরিচালনার জন্য MFMS BD সফটওয়্যারটি মোবাইল, ট্যাব এবং কম্পিউটারের মাধ্যমে পরিচালনার উপযোগী।
★ আমরা আপনার সংস্থার জন্য শারীরিক বা অনলাইন উপস্থিতির মাধ্যমে ইনস্টল এবং বাস্তবায়ন করি। আমরা বিশ্বের যেকোনো স্থানে পরিষেবা প্রদান করি।
★ এই সফটওয়্যারে এইচআর এবং প্রকিউরমেন্টের মতো অন্যান্য মডিউলও রয়েছে।
★ সফটওয়্যারটি পরিচালনা করার জন্য আপনার শুধুমাত্র একটি লিঙ্ক প্রয়োজন।
★ দেশ ও দেশের বাহিরে থেকেও এই সফটওয়্যারটির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করা যায়।
★ সঞ্চয়, ঋণ, ডিপিএস ও স্থায়ী আমানত খুব সহজে পরিচালনা করা যায়।
★ প্রতিষ্ঠানের নিয়ম-নীতি অনুসারে ঋণ ও অন্যান্য সেটিংস এর সুবিধা।
★ ওভারডিউ নোটিফিকেশন ও ওভারডিউ ঋণের পেনাল্টি সুবিধা।
★ প্রতিটি শাখার জন্য পৃথক পৃথক ইউজারের মাধ্যমে পরিচলনা করা যায়।
★ খুব সহজে আয় ও ব্যয়ের হিসাব পরিচালনা করা যায়।
★ প্রতিটি শাখার দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক সার্বিক রিপোর্ট।
★ এসএমএস সিস্টেম
★ জুম, স্কাইপ ইত্যাদির মাধ্যমে 24/7 অনলাইন সার্পোট সুবিধা।
সফটওয়্যারটি ব্যবহারের খরচ -
আমরা এই সফটওয়্যারের খরচ নির্ধারণ করি আপনার সমিতি বা সংস্থার বেশ কয়েকটি বিষয়কে মাথায় রেখে (গ্রাহকের সংখ্যা তার মধ্যে অন্যতম)। কারণ, আপনার রিকুয়ারমেন্টগুলো প্রায়ই পরিবর্তন হতে পারে - যেমন গ্রাহকের সংখ্যা, কর্মচারীর সংখ্যা, কাস্টমাইজেশনের পরিমাণ, স্থানান্তরিত করা ডেটা ইত্যাদি।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration