বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক অবস্থা বিবেচনা করলে দেখা যায় এখনও দেশের শতকরা ৮০% ভাগ মানুষ কৃষি ও গ্রামভিত্তিক বিভিন্ন পেশায় যেমন: কৃষক, শ্রমিক, তাঁতী, মৎষ চাষি, কামার, কুমার, জেলে ও বিভিন্ন ধরনের ক্ষুদ্র ও কুটির শিল্প, হস্ত শিল্প এবং বিভিন্ন ধরনের একমালিকানা ব্যবসায় যেমন: মুদি দোকান, দর্জি দোকান, ঔষধের দোকান, সবজি বিক্রির দোকান, সেলুন, চা বিক্রির দোকান ইত্যাদির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে। অথচ তাদের বেশীর ভাগই স্বল্প ও নিম্ন আয়ের। ফলে তারা বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা যেমন: শিক্ষা, চিকিৎসা ইত্যাদি থেকে বঞ্চিত। কিন্তু তাদের একার পক্ষে নিজেদের উন্নতি করা সম্ভব নয়।
অন্যদিকে প্রাচীন চাষাবাদ পদ্ধতি, মূলধনের স্বল্পতা, উন্নত সার, বীজ ও কীটনাশকের অভাব, খন্ড, খন্ড কৃষি জমি ইত্যাদি কারনে এ দেশের অর্থনীতির প্রাণ কৃষক ও কৃষি তাদের যথাযথ অবদান রাখতে পারছেনা। আবার নিজেদের মধ্যে একতা, সহযোগিতা ও আস্থা না থাকার কারণে বিভিন্ন দালাল শ্রেণীর লোকদের দ্বারা নানা ধরনের বঞ্চনার শিকার হচ্ছে। এ সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য সবচেয়ে উপযুক্ত ক্ষেত্র হচ্ছে সমবায় সংগঠন। সমমনা ও সমশ্রেণীর ঐ সকল গোষ্টী নিজেদের মধ্যে সমবায় সমিতি গঠন করে নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সাথে দেশের উন্নয়নে ও অবদান রাখতে পারে।
স্বাধীনতা পর থেকে দেশে অনেক সমবায় সমিতি সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। যারা নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নে ও অবদান রাখছে। কিন্তু দেশের এবং সমাজের তুলনায় যথেষ্ট নয়। সরকারী পৃষ্টপোষকতা, উপযুক্ত প্রশিক্ষণ সহজ শর্তে ঋণ প্রদান, গণমাধ্যমে ব্যাপক প্রচারণা ইত্যাদির মাধ্যমে সকলকে বিশেষ করে যুবসমাজকে সমবায়ের দিকে উৎসাহিত প্রদান করতে হবে। এ গুলোর পাশাপাশি সমবায় সমিতির আধুনিকায়নে নিয়ে আসতে হবে। অথাৎ এনালগের পরিবর্তে ডিজিটাল করতে হবে। সমবায় সমিতি পরিচালনায় ক্ষুদ্র ঋণ ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে হবে। তাহলে গ্রাহকের সকল তথ্য সুন্দরভাবে সংরক্ষিত থাকবে। তবেই দেশ ও জাতি স্বাবলম্বী হবে।
MFMSBD এমন এক অনলাইন ভিত্তিক সঞ্চয় ও ক্ষুদ্রঋণ সফটওয়্যার যার মাধ্যমে যেকোনো ধরনের সমবায় সমিতি, এনজিও এবং মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম খুব সহজভাবে গুছিয়ে রাখা যায়। তাছাড়াও এর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো প্রতিষ্ঠানের সকল ধরণের লেনদেনসহ অন্যান্য কার্যাদি তা সার্বিক রিপোর্টের দেখা যাবে।
এ পর্যায়ে আপনি যদি সরাসরি ডেমোতে প্রবেশ করে কাজ করতে চান তাহলে আমাদের এই লিংক https://www.mfmsbd.com/registration-কে গিয়ে ধারাবাহিক ভাবে, ফরম পূরণ করুন। তাহলেই আপনি ডেমোর এক্সেস পেয়ে যাবেন।
বি:দ্রঃ যদি ডেমো সফটওয়্যারটিতে আপনি প্রবেশ করতে না পারেন, তাহলে +88 01723249951 এই (হোয়াটসঅ্যাপ) নাম্বারে যোগাযোগ করুন।
সফটওয়্যারটি ব্যবহারের খরচ -
আমরা এই সফটওয়্যারের খরচ নির্ধারণ করি আপনার সমিতি বা সংস্থার বেশ কয়েকটি বিষয়কে মাথায় রেখে (গ্রাহকের সংখ্যা তার মধ্যে অন্যতম)। কারণ, আপনার রিকুয়ারমেন্টগুলো প্রায়ই পরিবর্তন হতে পারে - যেমন গ্রাহকের সংখ্যা, কর্মচারীর সংখ্যা, কাস্টমাইজেশনের পরিমাণ, স্থানান্তরিত করা ডেটা ইত্যাদি।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com