বাংলাদেশকে বলা যেতে পারে ক্ষুদ্রঋণের সূতিকাগার। গ্রুপ বা সমিতি ভিত্তিক ঋণদান পদ্ধতি ক্ষুদ্র-ঋণদানকারী প্রতিষ্ঠানগুলি’র (MFI) কাছে খুবই একটি জনপ্রিয় পদ্ধতি। ঋণদানের মাধ্যমে সদস্যদের আর্থিক ও ব্যবসায়িক সফলতা আনয়নে এমএফআই-এর মতো সমবায় সমিতিগুলিও এদেশে যথেষ্ট ভূমিকা রাখতেছে। আর আমরা এ সকল প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠ ও সহজভাবে পরিচালনার জন্য তৈরি করেছি MFMSBD সফটওয়্যারটি। এই সফটওয়্যারটি তৈরী করা হয়েছে মূলতঃ আর্থিক প্রতিষ্ঠানের (বিভিন্ন সমবায় সমিতি/ মাল্টিপারপাস/ এনজিও/ বীমা) সদস্যদের তথ্য, প্রয়োজনীয় ডকুমেন্ট সংরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার কাজ সহজ ও সাবলিলভাবে করা জন্য।
এটা এমন এক অনলাইন ভিত্তিক সঞ্চয় ও ক্ষুদ্রঋণ সফটওয়্যার যার মাধ্যমে যেকোনো ধরনের সমবায় সমিতি, এনজিও এবং মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম খুব সহজভাবে গুছিয়ে রাখা যায়। তাছাড়াও এর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো প্রতিষ্ঠানের সকল ধরণের লেনদেনসহ অন্যান্য কার্যাদি তা সার্বিক রিপোর্টের দেখা যাবে।
এ পর্যায়ে আপনি যদি সরাসরি ডেমোতে প্রবেশ করে কাজ করতে চান তাহলে আমাদের এই লিংক https://www.mfmsbd.com/registration-কে গিয়ে ধারাবাহিক ভাবে, ফরম পূরণ করুন। তাহলেই আপনি ডেমোর এক্সেস পেয়ে যাবেন।
বি:দ্রঃ যদি ডেমো সফটওয়্যারটিতে আপনি প্রবেশ করতে না পারেন, তাহলে +88 01723249951 এই (হোয়াটসঅ্যাপ) নাম্বারে যোগাযোগ করুন।
সফটওয়্যারটি ব্যবহারের খরচ -
আমরা এই সফটওয়্যারের খরচ নির্ধারণ করি আপনার সমিতি বা সংস্থার বেশ কয়েকটি বিষয়কে মাথায় রেখে (গ্রাহকের সংখ্যা তার মধ্যে অন্যতম)। কারণ, আপনার রিকুয়ারমেন্টগুলো প্রায়ই পরিবর্তন হতে পারে - যেমন গ্রাহকের সংখ্যা, কর্মচারীর সংখ্যা, কাস্টমাইজেশনের পরিমাণ, স্থানান্তরিত করা ডেটা ইত্যাদি।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com