দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ভূমিকা কি?
2022-08-17
Microfinance
আপনারা জানেন, মাইক্রোফিন্যান্স বা ক্ষুদ্রঋণ এমন এক আর্থিক সেবা, যা দ্বারা ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা হয়। সাধারণত এইসব ঋণ প্রদান করা হয় নিম্ন আয়ের মানুষ ও বেকারদের আত্মকর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে। ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণে অপারগ দরিদ্র-অসহায়ের সেবায় এগিয়ে আসে বিভিন্ন মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে ক্ষুদ্র ঋণদানে স্থানীয় মাইক্রোফিন্যান্স বা কো-অপারেটিভ সোসাইটি গুলোর ভূমিকা অপরিসীম।
ব্যাংক বা অন্যান্য আর্থিক সংগঠন নিম্নআয়ের ব্যক্তিদের ঋণ দানে উৎসাহী হয় না। সাধারণত প্রতিটি ব্যাংকেরই লেন্ডিং পলিসি থাকে, যেখান থেকে অর্থ ফেরত পাবার সম্ভাবনা কম সেখানে তারা লোন দিতে উৎসাহ বোধ করে না। কারণ অত্যন্ত দরিদ্র ও জমিহীন মানুষের জামানত হিসেবে সুনির্দিষ্ট সম্পদ বা উৎস থাকে না। এর ফলে উদ্যোগ গ্রহণের মত অর্থ ঋণ দেবার ঝুঁকি ব্যাংকগুলো নিতে চায় না। "দারিদ্র্যের দুষ্টচক্রে" আবর্তিত এই জনগোষ্ঠী পিছিয়েই থাকে। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তার হাত বাড়াতে এগিয়ে আসে স্থানীয় ঋণদান প্রতিষ্ঠান ও সংগঠনগুলো।
এই পিছিয়ে পড়া মানুষগুলোকে মেইনস্ট্রিমে আনতেই ক্ষুদ্র ঋণ সংগঠনগুলো কাজ করে থাকে। এই সংগঠন নন প্রফিট বা অলাভজনক হতে পারে, আবার ফর প্রফিট বা লাভজনকও হতে পারে। নন প্রফিট বা অলাভজনক সংস্থার ক্ষেত্রে প্রশ্ন থেকেই যায় যে, জামানত ছাড়াই যদি ঋণ প্রদান করে তাহলে এই সংস্থাগুলোর অর্থ ফেরত পাবার নিশ্চয়তা কোথায়?
৯৯ ভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়, ঋণগ্রহীতার অবস্থা উন্নতির পরিবর্তে বরং আরো অবনতি ঘটে। ঋণের বোঝা দিনকে দিন বাড়তে থাকে, অথচ তা পরিশোধের সম্ভাবনা কমতে কমতে শূন্যের কোঠায় পৌঁছে।
কিন্তু বর্তমানে ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানত বিহীন ঋণ প্রদানের উদ্দেশ্যে গড়ে ওঠা লোকাল কো-অপারেটিভ বা মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠান গুলো কাজ করে মূলত সীমিত লাভের আশায় যাতে সমাজের উন্নয়নে অবদান রাখা যায়। ঋণ গ্রহীতারা যাতে সীমিত কিস্তির মাধ্যমে সহজে ঋণের টাকা পরিশোধ করতে পারে সে বিষয়টা মাথায় রেখে এখনকার প্রতিষ্ঠানগুলো টিকে থাকার প্রতিযোগিতা করছে। যার ফলে গ্রাহক সুবিধা দিনদিন বেড়ে যাচ্ছে।
এখনকার আধুনিক প্রতিষ্ঠান গুলো কিছু উদ্দেশ্য সফল করতে ধীরেধীরে এগোয়। ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে পিছিয়ে পড়া অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করে উন্নয়নের ভারসাম্য রক্ষা করাই এর লক্ষ্য। এতে বেকারত্ব দূরীভূত হবার সম্ভাবনা সৃষ্টি হয় তা বলার অপেক্ষা রাখে না। যার ফলে নগরের বাইরেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্থানীয়দের দ্বারা ঋণদান প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং আরও প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হয়। স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন উদ্যোক্তাদের ঋণ প্রদানে সহজ নিয়মকানুন জুড়ে দেয়া হয় যাতে একজন ক্ষুদ্র ব্যবসায়ীও ছোটছোট কিস্তির মাধ্যমে জামানত বিহীন ঋণ গ্রহনের ফলে উপকৃত হয়। এইসব কারণে ঋণদানকারী সংস্থা গুলোর চাইতে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান গুলো বেশি প্রাধান্য পাচ্ছে , একই সাথে এগিয়েও যাচ্ছে।
ঋণ প্রতিষ্ঠান গুলো তাদের সুযোগসুবিধা অব্যাহত রাখার ফলে প্রতিনিয়ত তাদের গ্রাহক সংখ্যা বাড়ছে। গ্রাহক বাড়াতে এনালগ পদ্ধতিতে হিসাবনিকাশ তালিকাবদ্ধ সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করাটা অনেক টাফ হয়ে গেছে। সেই টাফ'কে ইজি করার জন্য আপনাদের সমস্যার কথা মাথায় রেখে আমরা তৈরি করেছি একটি বিশেষ সফটওয়্যার যার নাম MFMS BD
আমাদের Software টি Online Version 💻
এখানে সাধারণত যেসব সুবিধা থাকছে:-
➤সুগোছালো ড্যাশবোর্ড ওভারভিউ
➤ অটো ক্লাউড ডাটা ব্যাকআপ সুবিধা।
➤ Mobile ও Tab দিয়েও Website টির মাধ্যমে যেকোনো জায়গা থেকে প্রতিষ্ঠান পরিচালনা করা।
➤ একাধিক লোকেশন থেকে কম্পিউটার এর মাধ্যমে হিসাব নিকাশ পরিচালনা করা।
➤ একাধিক Branch Manage করা, সাথে Branch গুলোর মধ্যেকার হিসাব Transfer করা।
➤ আমাদের নিজস্ব Server দ্বারা পরিচালিত যা খুবই Fast & Secure, আপনার ব্যবসার মূল্যবান Data চুরির কোনো ভয় নেই।
➤ প্রতিদিন অফিসিয়াল Expenses এন্ট্রি করার সুবিধা।
➤ দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক অটো রিপোর্ট সুবিধা।
➤ সর্বমোট ব্যবসায় Capital Report জানার সুবিধা।
➤ Loan গ্রহীতার সর্বমোট কিস্তির রিপোর্ট ও গ্রহীতার ফরমেট জানা।
➤ কাস্টমার, ইউজার, ইমপ্লোয়িদের ব্যাপারে যাবতীয় সার্ভিস ও User Guide সুবিধা।
➤ Branch ওয়াইজ আয়, ব্যয়, জামানত ও উত্তোলন সহজেই নিয়ন্ত্রণ।
➤সাপোর্টিভ Setting অপশনে ব্যবসায়িক ইন্টারেস্ট, ফিস ও চার্জের পরিমাণ নিয়ন্ত্রণ।
➤ইউজার Login হিস্ট্রি জানতে পারবেন।
এছাড়াও আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ও সাইট ডেমোতে ভিজিট করুন।
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
⭐প্রয়োজনে যোগাযোগ করুন-
📞অর্ডার করুনঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইল করুনঃ info@mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205