সমবায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। যা একদল সদস্য তাদের সম্মিলিত কল্যাণের জন্য পরিচালনা করেন। ভালো উদ্দেশ্য নিয়ে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য একদল মানুষের যৌথ উদ্যোগকে সমবায় বলা হয়। এলাকার সার্বিক উন্নয়নে সমবায় কর্মসূচির ভালো দিক জনগণের সামনে তুলে ধরা ও সমবায় কর্মসূচিতে জনগণের আগ্রহ সৃষ্টি করা ইউনিয়ন পরিষদের দায়িত্ব।
সমবায় কী?
সমবায় সমিতির অর্থ সম্মিলিত প্রচেষ্টা। নিজেদের অর্থনৈতিক কল্যাণ অর্জনের সম্মিলিত প্রচেষ্টাকে সহজ অর্থে সমবায় বলে। প্রকৃত অর্থে একই শ্রেণির কতিপয় ব্যক্তি নিজেদের আর্থিক কল্যাণ সাধনের লক্ষ্যে স্বেচ্ছায় সংঘবদ্ধ হয়ে সম-অধিকারের ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলা হয়ে থাকে। সকলের তরে সকলে, একতাই বল, স্বাবলম্বনই শ্রেষ্ঠ অবলম্বন ইত্যাদি হলো এর মূলমন্ত্র।
হেনরি কালভার্ট বলেছেন, ‘‘সমবায় হলো এমন একটি সংগঠন যার ফলে সমবায় ভিত্তিতে অর্থনৈতিক স্বার্থরক্ষার জন্য বিভিন্ন ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে একত্রিত হয়।’’
উপরোক্ত আলোচনা হতে আমরা সমবায় সমিতির নিম্নক্ত ধারণা পাই :
১. সমবায় সমাজের কম বিত্ত সম্পন্ন মানুষের সংগঠন;
২. সমশ্রেণী বা সমপেশার কতিপয় ব্যক্তি এরূপ সংগঠন প্রতিষ্ঠা করে;
৩. এর উদ্দেশ্য হলো সদস্যদের অর্থনৈতিক কল্যান সাধন করা; এবং
৪. সমবায় আইনের আওতায় এরূপ প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করা হয়।
পরিশেষে বলা হয়, পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে একই এলাকার সমশ্রেণীভুক্ত সমমনা কিছু ব্যক্তি সম্মিলিত প্রচেষ্টা ও সমঅধিকারের ভিত্তিতে দেশের প্রচলিত আইনের আওতায় যে গণতান্ত্রিক রীতি সমৃদ্ধ প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে। বাংলাদেশে বর্তমানে ২০০১ সালের সমবায় আইন ও ২০০৪ সালের সমবায় সমিতির বিধিমালার আওতায় এরূপ সমিতি গঠন ও পরিচালনা করা হয়।
ইতিহাস
সমবায় সমিতির ইতিহাস প্রায় মানবসভ্যতার ইতিহাসের মতো প্রাচীন। বর্তমানের সমবায় সমিতির সাংগঠনিক রূপ প্রতিষ্ঠিত হয় ইউরোপের শিল্পবিপ্লবের কিছু আগেই। ১৭৬১ সালে সর্বপ্রথম ফেনউইক উইভারস সোসাইটি গঠন করা হয় স্থানীয় তাঁতীদের ঋণসুবিধা, শিক্ষা ও অভিবাসন সুবিধা দেওয়ার জন্য। পরে শুধু ইংল্যান্ডেই এক হাজারের বেশি সমবায় প্রতিষ্ঠান কর্মকাণ্ড শুরু করে।
লক্ষ্য-উদ্দেশ্য
ক্ষুদ্র সঞ্চয় ও শক্তিকে সংঘবদ্ধ করে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আর্থসামাজিক মুক্তি এনে দেওয়া সমবায়ের লক্ষ্য।
সমবায় কেন করবেন?
সমবায় শুধু একটি অর্থনৈতিক কর্মকাণ্ড নয়। সমবায়ের মূলমন্ত্র হচ্ছে ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’।সমবায় সংগঠন বা সমিতি সমবায় সংগঠন ক্ষুদ্র সঞ্চয় ও শক্তিকে এক করার মাধ্যমে দেশের দরিদ্র মানুষের কাজের সুযোগ তৈরি করে।
ইউনিয়ন পরিষদের দায়িত্ব
জনগণ ইউনিয়ন পরিষদ থেকে সমবায় সমিতি গঠন সম্পর্কে বিভিন্ন তথ্য ও পরামর্শ সেবা পাওয়ার অধিকার রাখে। গ্রাম উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ সমবায় সংক্রান্ত দায়িত্ব পালন করে থাকে।
বাংলাদেশকে বলা যেতে পারে ক্ষুদ্রঋণের সূতিকাগার। গ্রুপ বা সমিতি ভিত্তিক ঋণদান পদ্ধতি ক্ষুদ্র-ঋণদানকারী প্রতিষ্ঠানগুলি’র (MFI) কাছে খুবই একটি জনপ্রিয় পদ্ধতি। ঋণদানের মাধ্যমে সদস্যদের আর্থিক ও ব্যবসায়িক সফলতা আনয়নে এমএফআই-এর মতো সমবায় সমিতিগুলিও এদেশে যথেষ্ট ভূমিকা রাখতেছে। আর আমরা এ সকল প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠ ও সহজভাবে পরিচালনার জন্য তৈরি করেছি MFMSBD সফটওয়্যারটি।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration