ঐক্যবদ্ধ থাকার ওপরই সমবায়ীদের সফলতা নির্ভর করে বিধায় “ঐক্যই শক্তি” সমবায়ের প্রধান মূলনীতি। সকলে মিলে একভাবে একমনে ও একত্রে চলার দৃঢ় অভিব্যক্তি, প্রবণতা ও অবস্থাকে একতা বলে। ঐক্যবদ্ধভাবে এই চলার ফলে যে শক্তির সৃষ্টি হয় তাই একতাই বল নামে অভিহিত। প্রত্যেক সমবায়ীকে বুঝতে হয় যে ঐক্যই তাদের শক্তি। তাই এটি বিনষ্ট হয় এমন কোনো কাজ থেকে সদস্যদের বিরত থাকা আবশ্যক। সে কারণেই একতাই বল বা ‘ঐক্যই শক্তি’ সমবায়ের প্রধান মূলনীতি।
পারস্পরিক অর্থনৈতিক কল্যাণের জন্য সমশ্রেণির সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে। সমবায়ের অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে এবং ৩% সমবায় উন্নয়ন তহবিলে সংরক্ষণ করতে হয়। অবশ্য সমবায়ের উপবিধিতে উল্লেখ থাকলে অন্যান্য উদ্দেশ্যে অর্জিত মুনাফার সর্বাধিক ১০% সংরক্ষণ করা যায়। বাকি অংশ সাধারণ সভার সিদ্ধান্তক্রমে শেয়ারগ্রহীতাদের মধ্যে বণ্টন করা হয়।
সমবায় সমিতি নিবন্ধনের জন্য পদক্ষেপ:
প্রাপ্ত বয়স্ক কমপক্ষে ২০ (বিশ) জন সাধারণ জনগণের আবেদন এবং সমবায় সমিতি নিবন্ধন নীতিমালা-২০১৩ ইং অনুযায়ী সংশ্লিষ্ট কাগজপত্র উপজেলা অথবা থানা সমবায় অফিসে দাখিল করিতে হইবে। উপজেলা বা থানা সমবায় অফিসার দাখিলকৃত কাগজ-পত্র নিজে অথবা সহকারী পরিদর্শক সরজমিনে যাচাই করে থাকেন। যাচাই শেষে উপজেলা বা থানা সমবায় অফিসার যাচাইকৃত প্রতিবেদন এবং আবেদনকারী কর্তৃক দাখিলকৃত কাগজপত্র জেলা সমবায় অফিসার বরাবরে প্রেরণ করে থাকেন।
জেলা সমবায় অফিসারের নিবন্ধনের বিষয়ে কোন প্রকার আপত্তি না থাকিলে নিবন্ধন প্রদান এবং নিবন্ধন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সংশ্লিষ্ট সমবায় অফিস ও আবেদনকারীর নিকট প্রেরণ করেন।
নিবন্ধনের আপত্তি থাকলে তাঁর কার্যালয়ের পরিদর্শক কর্তৃক সরজমিনে তদন্ত করাবেন এবং তদন্ত প্রতিবেদনের আলোকে নিবন্ধন প্রদান অথবা কাগজপত্র সংশোধনের জন্য বা নিবন্ধন নামঞ্জুর করে নিবন্ধন সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সংশ্লিষ্ট উপজেলা বা থানা সমবায় অফিসারের মাধ্যমে আবেদনকারীর নিকট প্রেরণ করিবেন।
প্রয়োজনীয় কাগজপত্র:
১.সমবায় সমিতি বিধিমালার উল্লিখিত নির্ধারিত ফরমে আবেদনপত্র
২.তিনশত পঁয়তাল্লিশ (৩৪৫) টাকার ট্রেজারি চালানের মূল কপি
৩.সদস্যদের স্বাক্ষরযুক্ত তিন প্রস্থ উপ-আইন
৪.সাংগঠনিক সভার কার্য-বিবরণী
৫. আয়-ব্যয়ের হিসাব
৬. দুই বছরের প্রাক্কলিত বাজেট
৭. জাতীয় পরিচয়পত্র অথবা নাগরিকত্বের সনদপত্র
৮. আইনানুসারে অঙ্গীকারনামা
৯. বাড়িভাড়ার (অফিস) চুক্তিপত্র
১০. প্রস্তাবিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ছবিসহ নামের তালিকা সমূহ
নিম্নলিখিত আইন বা বিধিমালা বা নীতিমালায় বর্ণিত শর্তাবলী: সমবায় সমিতি আইন, ২০০১ ইং (সংশোধিত, ২০০২ ইং ও সংশোধিত, ২০১৩ ইং) সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ ইং মূল্য সংযোজন কর বিধিমালা, ১৯৯১ইং সমবায় সমিতি নিবন্ধন নীতিমালা, ২০১৩ ইং
সংশ্লিষ্ট আইন ও বিধি: ১. সমবায় সমিতি আইন, ২০০১ ইং (সংশোধিত, ২০০২ ইং ও সংশোধিত, ২০১৩ ইং)
২. সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ ইং
৩. মূল্য সংযোজন কর বিধিমালা, ১৯৯১ ইং
৪. সমবায় সমিতি নিবন্ধন নীতিমালা, ২০১৩ ইং