স্থায়ী আমানত (Fixed Deposit) সাধারণত একটা নির্দিষ্ট মেয়াদের জন্য রাখা হয়। এই মেয়াদ বিভিন্ন সময়ের জন্য হতে পারে যেমন- ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর এবং ১ বছরের অধিক সময়। মেয়াদী আমানতের বিপরীতে আর্থিক প্রতিষ্ঠানসমূহ আমানতকারীকে নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা দিয়ে থাকে। এই আমানতকে কখনো কখনো টাইম বা সময় আমানতও বলা হয়। এই হিসাবের টাকা নির্দিষ্ট মেয়াদের আগে উত্তোলন করা যায় না। যদি নির্দিষ্ট মেয়াদের আগে উক্ত আমানত উত্তোলন করা হয় তবে বিনিয়োগকারীকে কোন সুদ দেয়া হয় না বা ক্ষেত্র বিশেষ খুব সামান্য হারে সুদ দেয়া হয়। ফিক্সড ডিপোজিট এর সুবিধা ও অসুবিধা সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে নিম্নরূপ-
ফিক্সড ডিপোজিট এর সুবিধা (Advantages of Fixed Deposits):
১। সাধারণ সঞ্চয়ী হিসাবের চেয়ে অধিক ইন্টারেস্ট/প্রফিট।
২। ফিক্সড ডিপোজিট করার পর ব্যাংক বা আর্থিক পতিষ্ঠানের আমানতের হার হ্রাস পেলেও তা চলমান হিসেবে কোনো প্রভাব ফেলবে না।
৩। মেইনটেনেন্স চার্জের ঝামেলা নেই।
৪। আমানতের বিপরীতে লোন/ওভারড্রাফট এর সুবিধা।
৫। আমানতের বিপরীতে ক্রেডিট কার্ড গ্রহণের সুবর্ণ সুযোগ।
৬। জরুরী প্রয়োজনে মেয়াদপূর্তির আগেই হিসাব বন্ধ করা (Early encashment) করা যায়।
৭। ফিক্সড ডিপোজিট এর বিপরীতে বিভিন্ন সময় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান গুলো গ্রাহকদের বিভিন্ন স্পেশাল সুবিধা উপভোগ করার সুযোগ দিয়ে থাকে।
ফিক্সড ডিপোজিট এর অসুবিধা (Disadvantages of Fixed Deposit):
১। ব্যাংক কর্তৃক নির্ধারিত পরিমাণ টাকার এর নিচে হিসাব খোলা যায় না।
২। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ভেদে মেয়াদপূর্তির আগে হিসাব বন্ধ (Early encashment) করার ক্ষেত্রে জরিমানা প্রদান করতে হয়।
৩। মেয়াদপূর্তির আগে হিসাব বন্ধ (Early encashment) করা হলে কাঙ্খিত হারে ইন্টারেস্ট/প্রফিট পাওয়া যায় না।
৪। সঞ্চয়ী হিসাবের মতো ইচ্ছে অনুযায়ী জমা বা উত্তোলন করা যায় না।
৫। আমানতের বিপরীতে কোন কিছু লিয়েন করা থাকলে সেটি নিষ্পত্তি না করা পর্যন্ত আমানতের টাকা ফেরত পাওয়া যায় না।
৬। ফিক্সড ডিপোজিট করার পর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আমানতের হার বৃদ্ধি পেলেও তা চলমান হিসেবে কোনো প্রভাব ফেলবে না।
ফিক্সড ডিপোজিটসহ কোন আর্থিক প্রতিষ্ঠানের অন্যান্য বিষয়াদি সুষ্ঠভাবে পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা নিয়ে এসেছি MicroFinance Management System BD - MFMSBD সফটওয়্যারটি। যা আপনার প্রতিষ্ঠানের স্থায়ী আমানতের পরিমান, সুদের হার এবং আমানতের নিদিষ্ট সময় উল্লেখসহ যাবতীয় আর্থিক কার্যাবলীর সহায়ক হিসাবে কাজ করবে।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration