বাংলাদেশকে বলা যেতে পারে ক্ষুদ্রঋণের সূতিকাগার। গ্রুপ বা সমিতি ভিত্তিক ঋণদান পদ্ধতি ক্ষুদ্র-ঋণদানকারী প্রতিষ্ঠানগুলি’র (MFI) কাছে খুবই একটি জনপ্রিয় পদ্ধতি। ঋণদানের মাধ্যমে সদস্যদের আর্থিক ও ব্যবসায়িক সফলতা আনয়নে এমএফআই-এর মতো সমবায় সমিতিগুলিও এদেশে যথেষ্ট ভূমিকা রাখতেছে। আর আমরা এ সকল প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠ ও সহজভাবে পরিচালনার জন্য তৈরি করেছি MFMSBD সফটওয়্যারটি।
এটা এমন এক সফটওয়্যার যার মাধ্যমে যেকোনো ধরনের সমবায় সমিতি, এনজিও এবং মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম খুব সহজভাবে গুছিয়ে রাখা যায়। তাছাড়াও এর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো প্রতিষ্ঠানের সকল ধরণের লেনদেনসহ অন্যান্য কার্যাদি তা সার্বিক রিপোর্টের দেখা যাবে।
MFMSBD সফটওয়্যারটির সুবিধাসমূহঃ
★ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বা সমবায় সমিতি ঝামেলাহীনভাবে পরিচালনার জন্য MFMS BD সফটওয়্যারটি মোবাইল, ট্যাব এবং কম্পিউটারের মাধ্যমে পরিচালনার উপযোগী।
★ মাঠে কালেকশনের এন্ট্রি হওয়ার সাথে সাথেই সফটওয়্যারের সবগুলি মডিউলেই অটোমেটিক তথ্য বা ডাটা আপডেট হয়ে যাবে। আপনি অফিসে বা ঘরে বসেই তাৎক্ষণিকভাবে সর্বশেষ তথ্যাবলী খুব সহজেই জানতে পারবেন। ফলে, আপনার অফিসে স্বল্প লোকবল থাকলেও চলবে।
★ এই সফটওয়্যারে এইচআর এবং প্রকিউরমেন্টের মতো অন্যান্য মডিউলও রয়েছে।
★ আমরা আপনার সংস্থার জন্য শারীরিক বা অনলাইন উপস্থিতির মাধ্যমে ইনস্টল এবং বাস্তবায়ন করি। আমরা বিশ্বের যেকোনো স্থানে পরিষেবা প্রদান করি।
★ সিস্টেমের অটো-ব্যাকআপ ব্যবস্থাপনার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তথ্যের ব্যাকআপ সংরক্ষণ করা হয়।
★ নতুন সদস্য’র ভর্তির সময় সদস্যের কাছ থেকে এক কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, দুইকপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই জমা দিতে হয় এবং ভর্তি ফরমের সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হয়। এই সকল কার্যাদি সুষ্ঠভাবে পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিতকরণে MFMSBD সফটওয়্যারটি অন্যতম।
★ যারা ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করেন, তাঁরা জানেন যে, প্রতিদিনের লেনদেন বা ডাটা-এন্ট্রিতে ভুল হয়ে যাওয়া একটা স্বাভাবিক ব্যাপার। MFMS BD তে রয়েছে ভুল সংশোধনের জন্য় সহজ উপায়, যার মাধ্যমে অফিসের দায়িত্বপ্রাপ্ত যে কেউ খুব সহজে ভূল সংশোধন করতে পারবেন।
★ যদি শাখা থেকে থাকে সেক্ষেত্রে আমাদের মাইক্রোফিন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ MFMS BD সফটয়্যারটি দিবে ব্রাঞ্চ বা শাখার অনলাইন কার্যক্রম সুবিধা। আমাদের সফটওয়্যারে ব্রাঞ্চ সার্ভিস আপনার ঋণদান প্রতিষ্ঠানের পরিচালনায় সামান্য ব্যঘাত ঘটাতে দিবে না। MFMS BD এর মাধ্যমে এক যায়গায় বসে সকল ব্রাঞ্চের যাবতীয় হিসাবনিকাশে চোখ রাখতে পারবেন।
★ প্রতিটা লেনদেনের পরে সিস্টেম থেকে অটোমেটিক এসএমএস (SMS) প্রদানের ব্যবস্থা রয়েছে- আপনি কত টাকা সেভিংস করলেন, কত টাকা কিস্তি প্রদান (Loan Payment) করলেন, কত টাকার সেভিংস উত্তোলন (Saving Withdrawal) করলেন, ইত্যাদি মেইল অথবা ফোন মেসেজের মাধ্যমে দেখতে পারবেন।
★ ওভারডিউ নোটিফিকেশন ও ওভারডিউ ঋণের পেনাল্টি সুবিধা।
★ MFMS BD এর মাধ্যমে সদস্য’র ছবি ও ভোটার আইডি কার্ড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্যাবলী আপলোড করুন খুব সহজেই।
★ আমরা আপনার সংস্থার জন্য শারীরিক বা অনলাইন উপস্থিতির মাধ্যমে ইনস্টল এবং বাস্তবায়ন করি। আমরা বিশ্বের যেকোনো স্থানে পরিষেবা প্রদান করি।
সফটওয়্যারটি ব্যবহারের খরচ -
আমরা এই সফটওয়্যারের খরচ নির্ধারণ করি আপনার সমিতি বা সংস্থার বেশ কয়েকটি বিষয়কে মাথায় রেখে (গ্রাহকের সংখ্যা তার মধ্যে অন্যতম)। কারণ, আপনার রিকুয়ারমেন্টগুলো প্রায়ই পরিবর্তন হতে পারে - যেমন গ্রাহকের সংখ্যা, কর্মচারীর সংখ্যা, কাস্টমাইজেশনের পরিমাণ, স্থানান্তরিত করা ডেটা ইত্যাদি।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration