জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মানুষের চাহিদাও বেড়েছে। মানুষের সম্পদ সীমিত কিন্তু অভাব অসিম। তাই সীমিত সম্পদের সাথে অসীম অভাব পূরণ করাই মানুষের লক্ষ্য কারন প্রতিটা মানুষের পক্ষে সব চাহিদা একসাথে পুরণ করা সম্ভব নয় কারণ সম্পদ সীমিত। একটা ব্যবসা পরিচালনা করতে গেলেও বিভিন্ন সময় আর্থিক সংকট দেখা দেয়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানে পণ্যের যোগান থাকতে হয়। এমতাবস্তায় ব্যবসায়ীর আর্থিক সংকট দেখা দিলে একমাত্র উপায় ধার অথবা ঋণের সম্মুখীন হওয়া। কোনো ব্যক্তির কাছে ঋণ নিতে চাইলে অবশ্যই কিছু বাধ্যবাধকতা জুড়ে দিবে, যা লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে সুদের মাত্রাটাও বেশি।
তাই একজন ব্যবসায়ী বা সাধারণ মানুষ ঋণদানকারী প্রতিষ্ঠান গুলোর কাছ থেকে ঝুঁকিহীন ও অল্প সুদে ঋণ গ্রহণ করে। যেহেতু দিন দিন ঋণদানকারী প্রতিষ্ঠান বা সমবায় সমিতি গুলোর চাহিদা বেড়ে যাচ্ছে ফলে শহর কিংবা গ্রাম সর্বত্র দেখা যাচ্ছে সক্রিয় কিছু প্রতিষ্ঠান বা সংগঠন। যার কাছে বুদ্ধি, টাকা, ধৈর্য্য ও প্রচুর শ্রম দেয়ার ক্ষমতা আছে শুধুমাত্র তারাই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান বা সমবায় সমিতি খুলে ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে নিয়মিত কিস্তিতে পরিশোধিত নীতিমালায় ঋণ প্রদান করে থাকে। একটা সমাজের ছোট ছোট সমস্যায় সহায়তার হাত বাড়াতে প্রাথমিক ও স্থানীয় পর্যায়ে প্রত্যেকটা ঋণদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা অসীম।
তবে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান গুলো তাদের প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ নিয়ে নানাবিদ সমস্যার সম্মুখীন হচ্ছে । তারা এনালগ পদ্ধতিতে লেজার বুকের মাধ্যমে হিসাব সংরক্ষণ করে রাখে। ফলে বছর শেষে অনেক হিসাবের নজির থাকে না। একপর্যায়ে প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার বা সঞ্চয়ী, ঋণ গ্রহীতাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, অনেক সময় হিসাব ত্রুটির কারনে প্রতিষ্ঠানের কার্যক্রম থমকে যেতে পারে। কিন্তু এখন এগুলোর কোনটাই হওয়ার আশংকা একেবারে নাই । একটি ঋণদানকারী প্রতিষ্ঠান সহজ ও সুন্দর ভাবে পরিচালনা করার জন্য রয়েছে অনলাইন ভিত্তিক Microfinance Management System - (MFMS)।
এক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানটির উচিত ডিজিটাল যুগের কথা মাথায় রেখে অনলাইনে সার্ভিসের আয়তায় আসা। আপনারা চাইলে ট্যাপ বা মোবাইলের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের কার্যক্রস পরিচালনা করতে পারবেন এবং একই সাথে নিরাপত্তাও নিশ্চিত করবে। আমাদের মাইক্রফিন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম তথা MFMS BD সফ্টওয়্যারটি দিচ্ছে আপনার চাহিদা মতো সকল প্রকার সেবা ও সুবিধা সমুহ।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration