MFMSBD হচ্ছে এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে যেকোনো ধরনের সমবায় সমিতি, এনজিও এবং মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম খুব সহজভাবে গুছিয়ে রাখা যায়। এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে খুব সহজেই এবং অল্প সময়েই প্রাতিষ্ঠানিক সকল কাজকর্ম সম্পন্ন করা যায়।
MFMSBD সফটওয়্যারটির সুবিধাসমূহঃ
★ আপনাকে ফিজিক্যাল সার্ভার এবং অন্যান্য হার্ডওয়্যার আনুষাঙ্গিক বিষয়গুলোতে বিনিয়োগ করতে হবে না ৷
★ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বা সমবায় সমিতি ঝামেলাহীনভাবে পরিচালনার জন্য MFMS BD সফটওয়্যারটি মোবাইল, ট্যাব এবং কম্পিউটারের মাধ্যমে পরিচালনার উপযোগী।
★ আমরা আপনার সংস্থার জন্য শারীরিক বা অনলাইন উপস্থিতির মাধ্যমে ইনস্টল এবং বাস্তবায়ন করি। আমরা বিশ্বের যেকোনো স্থানে পরিষেবা প্রদান করি।
★ এই সফটওয়্যারে এইচআর এবং প্রকিউরমেন্টের মতো অন্যান্য মডিউলও রয়েছে।
★ সফটওয়্যারটি পরিচালনা করার জন্য আপনার শুধুমাত্র একটি লিঙ্ক প্রয়োজন।
★ দেশ ও দেশের বাহিরে থেকেও এই সফটওয়্যারটির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করা যায়।
★ সঞ্চয়, ঋণ, ডিপিএস ও স্থায়ী আমানত খুব সহজে পরিচালনা করা যায়।
★ প্রতিষ্ঠানের নিয়ম-নীতি অনুসারে ঋণ ও অন্যান্য সেটিংস এর সুবিধা।
★ ওভারডিউ নোটিফিকেশন ও ওভারডিউ ঋণের পেনাল্টি সুবিধা।
★ প্রতিটি শাখার জন্য পৃথক পৃথক ইউজারের মাধ্যমে পরিচলনা করা যায়।
★ খুব সহজে আয় ও ব্যয়ের হিসাব পরিচালনা করা যায়।
★ প্রতিটি শাখার দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক সার্বিক রিপোর্ট।
★ জুম, স্কাইপ ইত্যাদির মাধ্যমে 24/7 অনলাইন সার্পোট সুবিধা।
সফটওয়্যারটি ব্যবহারের খরচ -
আমরা এই সফটওয়্যারের খরচ নির্ধারণ করি আপনার সমিতি বা সংস্থার বেশ কয়েকটি বিষয়কে মাথায় রেখে (গ্রাহকের সংখ্যা তার মধ্যে অন্যতম)। কারণ, আপনার রিকুয়ারমেন্টগুলো প্রায়ই পরিবর্তন হতে পারে - যেমন গ্রাহকের সংখ্যা, কর্মচারীর সংখ্যা, কাস্টমাইজেশনের পরিমাণ, স্থানান্তরিত করা ডেটা ইত্যাদি।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration