তরুণদের নিজের মধ্যে সঞ্চয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা আনতে হবে, একটি সঞ্চয়ের লক্ষ্য ঠিক করতে হবে, সঞ্চয়কে খাদ্যের মত একটি দরকারী বিষয় হিসেবে নিতে হবে এবং আয় বাড়িয়ে খরচে কমিয়ে সঞ্চয়ে বাড়াতে হবে। আপনার স্বপ্ন পূরণের হাতিয়ার আপনার জমানো টাকা । আপনার কাছে যা টাকা আছে তার চেয়ে একটু বেশি টাকা কিভাবে আপনার এবং আপনার পরিবারের অথবা প্রিয় মানুষটির চাহিদা পূরণ করতে পারে সে বিষয়টি কল্পনা করতে হবে । অর্থাৎ আপনার কাছে যদি ২ লাখা টাকা থাকে তাহলে আরো দুইলাখ টাকা থাকলে আপনি হয়তো একটি গাড়ি কিনতে পারেন যাতে আপনার পরিবারের অনেক সুবিধা হবে ।
টাকা দিয়ে কি করা যায়, সেটা কল্পনা করে, টাকা জমানোর প্রেরণা বাড়াতে হবে। আপনি যে ভাবে জীবন যাপন করতে চান তার জন্য মাসে বা বছরে আপনার কত টাকা প্রয়োজন তা হিসাব করতে হবে । "আপনার মনের পর্দায় দেখতে হবে ঠিক কিভাবে আপনি আপনার জীবন কাটাতে চান, আপনাকে বের করতে তার জন্য কত টাকা দরকার, তাহলে আপনি ধারনা পাবেন মাসে আপনার কত টাকা জমাতে হবে ।"
সঞ্চয় শুরুর সময় থেকে যে কোন একজনকে বিষয়টি জানিয়ে রাখতে হবে । যাতে সময় সময় তিনি এ বিষয়টি মনে রাখেন এবং আপনাকে সঞ্চয়ে করার বিষয়টি মনে করিয়ে দেন । সঞ্চয়কে সয়ংক্রীয় করুন। আপনার যে কোন আর্থিক প্রতিষ্ঠানের একাউন্টে এমন ব্যাবস্থা করুন যাতে টাকা আসার সাথে সাথে একটি অংশ আপনার সেভিং একাউন্টে চলে যায় । সেটা যদি আপনার মাসিক আয় অথবা বেতনের ৫ শতাংশও হতে পারে ।
শহর ও গ্রাম-গঞ্জে অনেক আর্থিক প্রতিষ্ঠান গয়ে উঠেছে। যথা- সমবায় সমিতি, এনজিও ও মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি। এই DPS (Deposit Pension Scheme) একটি আর্থিক সঞ্চয় পরিকল্পনা যা মাসিক ভিত্তিতে হয়ে থাকে। যাদের নিয়মিত আয় রয়েছে তারা মাসিক কিস্তিতে নির্দিষ্ট টাকা জমা রেখে উচ্চ হারে মুনাফা বা সুদ ভোগ করতে পারেন এ স্কীমের মাধ্যমে। এর মেয়াদকাল (৫, ১০ বা ২০ ) বছর কিন্তু এক্ষেত্রে প্রতি মাসে নির্দিষ্ট অংকের টাকা জমা রাখতে হয়। সেভিংস একাউন্টে রাখার সুবিধা হল আপনি কিছু সুদ পাবেন আবার তারল্য ঠিক থাকবে কিন্তু টাকাটা ক্রেডিট কার্ডের মত যখন তখন খরচ করে ফেলা যাবে না।
আর আর্থিক প্রতিষ্ঠান গুলো তাদের গ্রাহকদের সেভিংস সঠিক হিসাব-নিকাশসহ সকল কার্যাদি সুষ্ঠভাবে পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা নিয়ে এসেছি MicroFinance Management System BD - MFMSBD সফটওয়্যারটি। যা আপনার প্রতিষ্ঠানের Saving এর পরিমান, সুদের হার এবং নিদিষ্ট সময় উল্লেখসহ যাবতীয় আর্থিক কার্যাবলীর সহায়ক হিসাবে কাজ করবে।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration