ক্ষুদ্র ও কুটির শিল্পের স্বল্প পুঁজির উৎপাদকগণ নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য যে সমবায় সংগঠন গঠন করে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। সাধারণভাবে ক্ষুদ্র ও কুটির শিল্পের মালিকগণ তাদের সীমিত আর্থিক সম্পদের কারণে বৃহদায়তন উৎপাদনের সুবিধা ভোগ করতে পারে না। অপরদিকে স্বল্প মূল্যের কাঁচামাল ক্রয় এবং উৎপাদিত পণ্য-দ্রব্য ন্যায্যমূল্যে বিক্রির ক্ষেত্রেও নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এ সকল সমস্যা কাটিয়ে ওঠার লক্ষে ছোট ছোট শিল্প কারখানা গড়ে তোলে এবং মালিকগণ উৎপাদক সমবায় সমিতি গঠন এবং পরিচালা করে। ফলে তারা নিজেদের ক্ষুদ্র আর্থিক সামর্থ্যকে একত্রিত করে বৃহদায়ত উৎপাদন সুবিধা, স্বল্প মূল্যে উৎপাদনের উপকরণ ক্রয় সুবিধা এবং নিজেদের উৎপাদিত পণ্য দ্রব্য প্রতিযোগিতামূলক মূল্যে বিক্রির সুবিধা পেয়ে থাকে। কৃষি সমবায় সমিতি তাঁত সমবায় সমিতি, দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি, মৎস্যজীবী সমবায় সমিতি এ জাতীয় সমবায় সমিতি উজ্বল উদাহরণ।
সঠিক হিসাব-নিকাশ ছাড়া মুদির দোকানও চলতে পারে না। সে ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান গুুলোকে কল্পনাও করা যায় না। হিসাবরক্ষণবিহীন প্রতিষ্ঠান অল্প কিছুদিনের মধ্যে দেউলিয়া হওয়ার সম্ভাবনা প্রবল। তাই নির্ভুল হিসাবরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি আমাদের অনলাইন ভিত্তিক MicroFinance Management System BD - MFMS BD সফটওয়্যারটি। যা আপনার সমবায় সমিতির সার্বিক কার্যাদি সুষ্ঠ ও নির্ভুলভাবে পরিচালনায় সহায়ক হিসাবে কাজ করবে।
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
কলঃ +88 0258157287
+88 01723249951
ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-