‘সমবায়ই শক্তি সমবায়ই মুক্তি’ এই স্লোগানটি হল জাগ্রত যুবকদের আর্থিক সমস্যা সমাধানের মুক্তির অগ্রদূত। এ দেশের উন্নতিতে সমবায় সমিতি ব্যাপকভাবে অবদান রাখছে। এর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষ এক হয়ে একটি চক্রে আবদ্ধ হতে পারে। সংগঠনের প্রতিটি সদস্যের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এক করে একটি বড় মূলধন তৈরি করা যেতে পারে। এই মূলধন দ্বারা সমিতির সদস্যরা কোনো বড় কার্য সম্পাদন করতে পারবেন। এখানকার সদস্যদের অবশ্যই নিবেদিতপ্রাণ হতে হবে। সমিতিতে সঞ্চয় ঠিকমতো দিতে হবে এবং বিভিন্ন গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ নিতে হবে। যেসব সদস্যের প্রকৃতই ঋণ দরকার, তাঁদের ঋণ দিতে হবে এবং যাঁরা ঋণ নেবেন, তাঁদের সঠিক সময়ে ঋণের কিস্তি ফেরত দিতে হবে। যারা সঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারছে না, তাদের যথাসাধ্য আর্থিকভাবে সহায়তা করতে হবে।
সমবায় সমিতির প্রত্যেক সদস্যের মতামত গুরুত্ব দিতে হবে এবং মুক্ত আলোচনার ব্যবস্থা করতে হবে। সবার মতামতের ওপর ভিত্তি করে একটি গঠনমূলক সিদ্ধান্তে পৌঁছতে হবে। সঞ্চয়ের টাকা অত্যন্ত সতর্কতার সঙ্গে বিনিয়োগ করতে হবে। কারণ সঠিক বিনিয়োগ সমিতির উন্নতিতে সহায়ক হবে। সঞ্চয়, ঋণ, ডিপিএস, এফডিআর ও শেয়ার বণ্টনসহ সার্বিক বিষয়সমূহ সুষ্ঠ, নির্ভুলভাবে পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা নিয়ে এসেছি MicroFinance Management System BD - MFMSBD সফটওয়্যারটি। যা আপনার সমবায় সমিতি বা আর্থিক প্রতিষ্ঠানের সহায়ক হিসাবে কাজ করবে।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration