ক্ষুদ্রঋণ (Microcredit) এমন এক আর্থিক সেবা, যা দ্বারা ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা হয়। সাধারণত এই ঋণ প্রদান করা হয় নিম্ন আয়ের মানুষ ও বেকারদের আত্মকর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে। ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণে অপারগ দরিদ্র অসহায়ের সেবায় এগিয়ে আসে বিভিন্ন এমএফআই (MFI) বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো।
কেন ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো নিম্ন আয়ের মানুষদের ঋণদানে উৎসাহিত হয় না। সাধারণত প্রতিটি ব্যাংকেরই লেন্ডিং পলিসি থাকে, কিন্তু যেখান থেকে অর্থ ফেরত পাবার সম্ভাবনা কম থাকে, সেখানে তারা ঋণ দিতে উৎসাহ বোধ করে না। দরিদ্র ও ভূমিহীন মানুষের জামানত হিসেবে সুনির্দিষ্ট সম্পদ বা উৎস না থাকায়, উদ্যোগ গ্রহণের মত অর্থ ঋণ দেওয়ার ঝুঁকি ব্যাংকগুলো নিতে চায় না। "দারিদ্র্যের দুষ্টচক্রে" আবর্তিত এই জনগোষ্ঠী পিছিয়েই থাকে।
এই পিছিয়ে পড়া মানুষ গুলোকে মূলধারায় নিয়ে আসতেই ক্ষুদ্রঋণ সংগঠনগুলো কাজ করে থাকে। তা অলাভজনক (Non Profit ) হতে পারে, আবার লাভজনকও ( For profit) হতে পারে। আর এই সকল এমএফআই (MFI) বা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন গুলোর জন্য আমরা নিয়ে এসেছি MicroFinance Management System BD - MFMSBD সফটওয়্যারটি। যা আপনার প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ (Microcredit) সুষ্ঠ ও নির্ভুলভাবে পরিচানায় সহায়ক হিসাবে কাজ করবে।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration