DPS এর পূর্ণ রূপ হচ্ছে Deposit Pension Scheme । এটি একটি আর্থিক সঞ্চয় পরিকল্পনা যা মাসিক ভিত্তিতে হয়ে থাকে। যাদের নিয়মিত আয় রয়েছে তারা মাসিক কিস্তিতে নির্দিষ্ট টাকা জমা রেখে উচ্চ হারে মুনাফা বা সুদ ভোগ করতে পারেন এ স্কীমের মাধ্যমে। এ হিসাবের মেয়াদকাল (৫, ১০ বা ২০ ) বছর কিন্তু এক্ষেত্রে প্রতি মাসে নির্দিষ্ট অংকের টাকা জমা রাখতে হয়। আমানতকৃত টাকা চুক্তি অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক বা ছয় মাসিক অন্তর অথবা বাৎসরিক সুদ দিয়ে থাকে। কিন্তু কিছু আর্থিক প্রতিষ্ঠান সুদ বা মুনাফার উপর উৎস আয়কর কেটে রাখে। মেয়াদপূর্তির পূর্বে এ হিসাব থেকে অর্থ উত্তোলন করা যায় না। বিশেষ কারণে উত্তোলন করলে কম হারে মুনাফা বা সুদ দেয়া হয়।
এরকম অনেক আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন- সমবায় সমিতি ব্যাংক, সমবায় সমিতি, এনজিও এবং মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ইত্যাদি। তারাও নিদিষ্ট চুক্তির মাধ্যমে ডিপিএস আমানত গ্রহণ করেন এবং আমানতকৃত টাকার চুক্তি অনুযায়ী বাৎসরিক সুদ দিয়ে থাকেন। এই সকল কার্যাদি সুষ্ঠভাবে পরিচালনা ও নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা নিয়ে এসেছি MicroFinance Management System BD - MFMSBD সফটওয়্যারটি। যা আপনার প্রতিষ্ঠানের Deposit Pension Scheme (DPS) এর পরিমান, সুদের হার এবং নিদিষ্ট সময় উল্লেখসহ যাবতীয় আর্থিক কার্যাবলীর সহায়ক হিসাবে কাজ করবে।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://www.mfmsbd.com/registration