আমাদের “MFMSBD” সফটওয়্যারে Basic Setting খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা জানি, ড্যাশবোর্ডে থাকা ফিচারগুলোর স্বয়ংক্রিয় কার্য ক্ষমতা রয়েছে। তবে সেই কার্য ক্ষমতার কিছুটা পরিবর্তন বেসিক সেটিংয়ের মাধ্যমে করা সম্ভব । আপনি চাইলে ইচ্ছা মতো ড্যাশবোর্ডের ডানে বা বামে ওভারডিউ সাবডিক্রিপশন, খেলাপি ঋণের কিস্তি, গ্রাহক ও অর্থের লেনদেনের পরিমানের সারমর্ম দেখার জন্য রাখাতে পারেন। আপনি চাইলে আপনার দেশের Currency Abbreviation সেট করার সুবিধা পাবেন।
Customer Search by ID অর্থাৎ আপনি কোন সঞ্চয়ীকে খুঁজে পেতে আইডি নম্বর ব্যবহার করবেন নাকি সরাসরি নাম ব্যবহার করবেন সেটাও সেটিংয়ের মাধ্যমে নির্ধারণ করা যাবে। আপনি গ্রাহক এবং কর্মচারীর নম্বর বিন্যাস পরিবর্তন করতে পারবেন। আপনার প্রতিষ্ঠানের ন্যূনতম সঞ্চয় ব্যালেন্স (Minimum Savings Balance) কত নির্ধারণ করলে ভালো হয় সে সিদ্ধান্তও ইচ্ছা মতো নিতে পারবেন। সর্বশেষ থাকছে যেকোনো হিসাব বা সঞ্চয় নম্বর অটো-ডিঅ্যাক্টিভেট অপরিবর্তিত রাখার সুবিধা। আপনি চাইলে কোন একটি হিসাব নম্বর কোন নির্দিষ্ট দিন, মাস অথবা বছর পর অটোমেটিক বন্ধ করে দিতে পারবেন। আমাদের “MFMSBD” সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের সকল কার্যাদি ইচ্ছা মত পরিচালনা করতে পারবেন।
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205