ধরুন একটি সমবায় সমিতির(Cooperative Society) হিসাবনিকাশ প্রক্রিয়ায় শুধু বাৎসরিক রিপোর্ট পাওয়া যাবে তা কিন্তু নয়। অনলাইন সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান প্রক্রিয়া পরিচালনার সুবিধার্থে আমরা নিয়ে এসেছি দৈনিক রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট ও মাসিক রিপোর্ট জানার সহজ সুবিধা। বাৎসরিক রিপোর্ট যেখানে পুরো এক বছরের আয়-ব্যয় সহ বিভিন্ন তথ্যাদি দিচ্ছে সেখানে মাসিক রিপোর্ট আপনাকে দিবে যেকোনো মাসের ইনকাম ও এক্সপেন্স তালিকা দেখার সুবিধা। কোন পারপাসে কত ব্যয় হলো বা কত অর্থ যোগ হল এসবের তালিকা ও ফলাফল দেখার সুবিধা পাচ্ছেন এক ক্লিকেই।
মাসিক বিবরণী (Monthly Report) 'এ আরো জানতে পারবেন প্রত্যেক মাসে কারা কারা সময়মতো বকেয়া ঋণ পরিশোধ (Due Loan Payments) করেছে ও মাসের কত তারিখের মধ্যে করেছে সবসহ পাচ্ছেন আরও বিবিধ তথ্য জানার পাশাপাশি সংযুক্ত করার সহজ সুবিধা। প্রত্যেক মাসের ঋণ পুনরুদ্ধারের (Loan Recoveries) তালিকায় টোটাল আর্থিক হিসাব ও ঋণ পুনরুদ্ধারের হার কত ছিল এর পরিবেশনা লক্ষ্য করবেন। এভাবে অতীতের যেকোনো মাসের সেভ করা তালিকা দেখতে পারবেন অনায়াসেই। এছাড়াও এমাসে এখন পর্যন্ত প্রতিষ্ঠান থেকে কি পরিমাণ 'ঋণ' চলে গেলো এবং কাকে কাকে প্রদান করা হল এসবের পরিষ্কার তালিকা পাচ্ছেন একমাত্র আমাদের MFMS BD -এ।
আমরা জানি, একটি প্রতিষ্ঠানের মাসিক হিসাব মিলে গেলে বাৎসরিক হিসাব মেলানো অনেক সহজ ও বোধগম্য হয়ে থাকে। তাই মাসিক হিসাবের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানে ত্রুটিমুক্ত কাজ করছে আসছে আমাদের MFMS BD
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205