ঋণ(Loan) বলতে আমরা বুঝি শর্ত সাপেক্ষে সেবা প্রদান যা নির্দিষ্ট সময়ের পরে ফেরতযোগ্য। কিন্তু ক্ষুদ্রঋণ হচ্ছে এমন একটি ঋণপ্রক্রিয়া যেখানে ঋণের আকার ছোট, ঋণের মেয়াদ সল্প, সহজ শর্ত এবং বিনা জামানতে ঋণ সেবা প্রদান করে। সাধাণত যারা প্রচলিত ব্যাংক সেবার বাইরে আছে, সেই সকল উপকারভোগীরাই ক্ষুদ্রঋণ(MicroFinance) পেয়ে থাকেন।
আপনি যখন ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানটি কোন সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করতে যাবেন তখন দুই ফরমেটের ঋণ অপশন চলে আসবে। অবশ্যই প্রথমটি সক্রিয় ঋণ (Active Loan) এবং পরেরটি অপেক্ষমান ঋণ(Pending Loan)। মূলত কোন ঋণদান প্রতিষ্ঠান গ্রাহকদের শর্ত সাপেক্ষে ঋণ দান করে থাকে। শর্ত অনুযায়ী সাধারণত ৯০ দিন বা তার বেশি সময় ধরে ঋণগ্রহীতার দ্বারা কিস্তিতে কোনো অর্থপ্রদান বাধ্যতামূলক, নয়তো এটা একটিভ লোনের নীতিমালা ভঙ্গ করবে। গ্রহীতার লোন কার্যক্রম সচল থাকতে হলে ঋণ প্রতিষ্ঠানের দেয়া বিধি নিষেধ অবশ্যই মেনে চলতে হবে।
এসব ফ্যাক্ট মাথায় রেখে ঋণ গ্রহীতার হিসাবনিকাশ সঠিকভাবে পরিচালনা করতে আমরা নিয়ে এসেছি “MFMSBD” সফটওয়্যারে সক্রিয় ঋণ (Active Loan) অপশন। এটির মাধ্যমে সক্রিয় ঋণ গ্রহীতাদের সংখ্যা ও তালিকা দেখা যাবে। এছাড়াও প্রত্যেক ঋণ গ্রহীতার ঋণের সময়কাল, অর্থের পরিমাণ, উক্ত অর্থে সূদের পরিমাণ, অবশিষ্ট অর্থ, ঋণ গ্রহণের তারিখ সহ কোন ব্রাঞ্চ থেকে কোন গ্রহীতা কত ঋণ নিয়েছে সব জানতে পারা যাবে খুব সহজেই। সোজা কথায় সক্রিয় ঋণ অপশনে সচল ঋণ গ্রহীতাদের তথ্যবহুল তালিকা দেখার সুযোগ দিচ্ছে আমাদের এই আকর্ষণীয় সফটওয়্যার MFMS BD
MFMS BD এর সক্রিয় ঋণ প্রক্রিয়া কিভাবে কাজ করবে সে সম্পর্কে আরো জানতে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের অফিসে।
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205