কোন ঋণদান প্রতিষ্ঠান(MicroFinance Organization) বা কোন এনজিওর অবশ্যই শাখা থাকতে পারে। আমরা দেখিযে দেশের আনাচেকানাচে অনেক বড়বড় এনজিও বা সংস্থা তাদের ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং কোনো ধরনের জট-ঝামেলা ছাড়াই পরিচালনা করছে। তাদের প্রতিষ্ঠানের অবশ্যই একটি হেড অফিস আছে যেটি একযায়গা থেকে শাখা অফিস গুলোর নিত্যদিনের কার্যক্রম কন্ট্রোল করে থাকে। সমস্ত শাখা অফিসের লেনদেন সহ যাবতীয় তথ্য হেড অফিসের আর্কাইভে জমা হইয়। যারফলে প্রতিষ্ঠান যতই বিশাল হোক কোনো গড়মিল হওয়ার সম্ভাবনা একদমই নাই। এগুলো কিছু বড়বড় সংস্থা ও ঋণদান প্রতিষ্ঠান গুলোর ক্ষেত্রে প্রযোজ্য।
কিন্তু স্থানীয় ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান বা সমবায় সমিতির ক্ষেত্রে শাখা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি শাখা থেকে থাকে সেক্ষেত্রে আমাদের মাইক্রোফিন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ MFMS BD সফটয়্যারটি দিবে ব্রাঞ্চ বা শাখার অনলাইন কার্যক্রম সুবিধা। আমাদের সফটওয়্যারে ব্রাঞ্চ সার্ভিস আপনার ঋণদান প্রতিষ্ঠানের পরিচালনায় সামান্য ব্যঘাত ঘটাতে দিবে না। MFMS BD এর মাধ্যমে এক যায়গায় বসে সকল ব্রাঞ্চের যাবতীয় হিসাবনিকাশে চোখ রাখতে পারবেন।
আমাদের অনলাইন ভার্সন MFMS BD এর 'শাখা সমূহ (Branches)' মেন্যুতে গিয়ে একটি ইনপুট ফিল্ড পূরণের মাধ্যমে সমবায় সমিতি ও ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠানের নতুন ব্রাঞ্চ খোলা যাবে। সেইসাথে প্রতিষ্ঠানের সাথে জড়িত সকল শাখার তালিকা ও তথ্য জানা যাবে।
এছাড়াও সফটওয়্যারটিতে ব্রাঞ্চের জন্য আলাদা করে শাখা বিবৃতি তুলে ধরা আছে। ব্রাঞ্চ রিপোর্টে গ্রাহক শাখা, আয় বিবৃতি, ব্যয় বিবৃতি, ঋণ বিবৃতি, মূলধন বিবৃতি, মাসিক বিবৃতি, বার্ষিক বিবৃতি তুলে ধরা আছে, এগুলো সম্পর্কে আলাদা করে বিস্তারিত আলোচনা করা হবে।
আরো বিস্তারিত জানতে আমাদের ব্লগ গুলোর দিকে চোখ রাখুন এবং সফটওয়্যারটির ব্যাপারে আগ্রহী থাকলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন।
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205