একটি সফটওয়্যারের স্বার্থকতা তখনই যখন গ্রাহককে সেবা নিশ্চিত করা যায়। আর একটি ঋণদান প্রতিষ্ঠানের স্বার্থকতা তখন যখন তাদের গ্রাহক বা সঞ্চয়ীদের হিসাবনিকাশ সুষ্ঠু ও সহজ উপায়ে পরিচালনার নিশ্চয়তা পাওয়া যায়। সমবায় সমিতি(Co-operative Society) বা এনজিও গুলোর প্রধান উদ্দেশ্য সঞ্চয়ী বা গ্রাহকদের সেবায় নিজেদের উজাড় করে দিয়ে কাজ করা। এসব ভাবনা মাথায় রেখেই অনলাইন সেবা দিতে প্রস্তুত আমাদের MFMSBD সফটওয়্যারটি।
MFMSBD সফটওয়্যারটির মাধ্যমে যেকোনো সমিতি বা প্রতিষ্ঠানের সঞ্চয়ীদের নামের অনলাইন ভিত্তিক তালিকা তৈরি করা যায়। এরপর প্রত্যেক গ্রাহকের নামের লিঙ্কে ক্লিক করে উক্ত গ্রাহক বা সঞ্চয়ীর যাবতীয় তথ্য জানা যাবে। এখান থেকে Active Customers মেন্যুতে একটি সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সকল সক্রিয় সঞ্চয়কারীর সংরক্ষিত তালিকা পাওয়া যাবে। একইভাবে Inactive Customer এর মাধ্যমে নিষ্ক্রিয় সঞ্চয়ীদের তালিকা অর্থাৎ যেসকল কাস্টমার বা সঞ্চয়ী তাদের হিসাব নম্বর(সদস্যপদ) বাতিল করেছে তাদের তালিকা এক ক্লিকেই পাওয়া যাবে। প্রয়োজনে সেই নিষ্ক্রিয় সদস্য বা সঞ্চয়ীকে আবার সক্রিয় করা যাবে সহজেই। তালিকায় সামান্য ত্রুটি থাকলে সেটাও সহজে সংস্করণ করার সুবিধা থাকছে এখানে।
এছাড়াও আমাদের Customers Search থেকে যেকোনো গ্রাহক বা সঞ্চয়ীর নাম বা হিসাব নম্বর দিয়ে অনুসন্ধান করার সুবিধা পাবেন। প্রতিষ্ঠানে যোগ হওয়া নতুন কাস্টমারদের সফটওয়ারে অন্তর্ভুক্ত করতে New Customer -এর ইনপুট ফিল্ডে সকল তথ্য সঠিকভাবে পূরণ করে সঞ্চয়ীর হিসাব নম্বর সহজেই খোলার সুবিধা দিবে আমাদের বহুল আলোচিত এই MFMS BD সফটওয়্যারটি। মূলত আমাদের গ্রাহক একটি ঋণদান প্রতিষ্ঠান, আবার ঋণদান প্রতিষ্ঠানটির গ্রাহক তাদের সঞ্চয়ীগণ। এদিকে প্রত্যেকটি ঋণদান প্রতিষ্ঠানের সন্তুষ্টি মানে আমরাও সন্তুষ্ট। তাইতো গ্রাহক সেবায় নিয়োজিত থেকে আপনাদের সন্তুষ্টি প্রাপ্তিতে আমাদের MFMS BD সর্বদা অঙ্গীকারবদ্ধ।
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205