আপনি যদি ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান( MicroFinance Organization) বা একটি সমবায় সমিতি শুরু করে থাকেন তাহলে প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে আরো সহজতর ও গতিশীল করতে অথবা যুগের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে অবশ্যই উন্নতমানের ড্যাশবোর্ড সম্বলিত একটি সফটওয়্যারের প্রয়োজন আছে। এইজন্য থাকছে সবচেয়ে উন্নতমানের ডিজাইনে তৈরি, সহজবোধ্য ফাঙ্কশনে সাজানো অনলাইন ভিত্তিক সফটওয়্যার ''MFMS BD'' ।
Microfinance Management System - MFMS BD একটি ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা পদ্ধতির সফটওয়্যার। এখানকার মূল আকর্ষণ এটার ড্যাশবোর্ড(Dashboard)। যার মাধ্যমে যাবতীয় হিসাবনিকাশ থেকে শুরু করে কাস্টমার জনিত সকল সার্ভিস, কর্মচারীদের এক্টিভিটিস, সক্রিয় ঋণ, অপেক্ষমান ঋণ, পরিশোধিত ঋণ সুবিধা এক ছকেই দেখতে পারবেন। এছাড়াও একনজরে কাস্টমারের তালিকা, ব্র্যাঞ্চ সংখ্যা ও এক ক্লিকে এর যাবতীয় তথ্য জানার সুবিধা থাকছে এই সুন্দর পরিপাটি সফটওয়্যারটিতে। এখন পর্যন্ত এটি ব্যবহারে আমাদের কাছে ভালো ভালো রিভিউও এসেছে।
MFMS BD সফটওয়্যারটি আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ এমনকি স্মার্টফোনের মাধ্যমেও ব্যবহার তথা কার্যক্রম পরিচলনা করতে পারবেন। আলাদা আলাদা ডিভাইসে এর ড্যাশবোর্ড ওভারভিউ একই রকম সুবিধা দিয়ে থাকে। ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সহজবোধ্য নকশায় তৈরী করা হয়ছেে সফটওয়্যারটির ড্যাশবোর্ড।
ড্যাশবোর্ডের কাজ একটি গাড়ির ড্রাইভারের ভূমিকার মতো কিংবা তার চাইতে বেশি। একটি চলন্ত গাড়ির মুল ভরসা যেমন ড্রাইভার তেমনি একটি সফটওয়্যারের গুরুত্বপূর্ণ পয়েন্ট একটি পরিপাটি ড্যাশবোর্ড। মোটকথা ড্যাশবোর্ড একনজরে ওভারভিউ প্রদান করে থাকে। সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মালিকগণ তাদের সময় বাঁচাতে এবং মোট আয়-ব্যয়ের হিসাব নিয়ন্ত্রণে রাখার জন্য ড্যাশবোর্ড ব্যবহার করে থাকে। তাই একটি সফটওয়্যারের মুল আকর্ষণ ড্যাশবোর্ড। এজন্য সেবা প্রদানের দৌড়ে বাজারে MFMSBD 'ই এগিয়ে।
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205