সমবায়ের শাব্দিক অর্থ হলো সমিতির উদ্যোগ বা প্রচেষ্টায় কাজ করা। সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও চিন্তা থেকেই সমবায়ের উৎপত্তি। সাধারন অর্থে সমাজের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির লোকজন নিজেদের কল্যাণের লক্ষ্যে স্বেচ্ছায় অনুপ্রাণিত হয়ে যে ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে।
"Unity is strength" is the main principle of co-operatives as the success of co-operatives depends on staying united. Unity is the strong expression, tendency and state of moving together in one mind.
ঐক্যবদ্ধ থাকার ওপরই সমবায়ীদের সফলতা নির্ভর করে বিধায় “ঐক্যই শক্তি” সমবায়ের প্রধান মূলনীতি। সকলে মিলে একভাবে একমনে ও একত্রে চলার দৃঢ় অভিব্যক্তি, প্রবণতা ও অবস্থাকে একতা বলে।
বাংলাদেশের চিরাচরিত গ্রামীণ সমাজ কাঠামোর একটি অন্যতম রূপ হচ্ছে সংঘবদ্ধ থাকা। পরিবার প্রথা ভিত্তিক গোষ্ঠীতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল শক্তি হচ্ছে সম্মিলিত উদ্যোগ, সামাজিক বন্ধন এবং সমষ্টিগত উন্নয়ন।
Fixed Deposit is usually kept for a fixed period. This period can be for different periods like 1 month, 3 months, 6 months, 1 year, and more than 1 year. In contrast to fixed deposits, financial institutions pay a fixed rate of interest or profit to the depositor.
স্থায়ী আমানত (Fixed Deposit) সাধারণত একটা নির্দিষ্ট মেয়াদের জন্য রাখা হয়। এই মেয়াদ বিভিন্ন সময়ের জন্য হতে পারে যেমন- ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর এবং ১ বছরের অধিক সময়।