ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান (Microfinance Provider Organization) বলতে সাধারণত কোন এনজিও, সমবায় সমিতি, পল্লী ও কৃষি উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন নামের জামানতবিহীন কিস্তি শর্তসাপেক্ষে অল্পপরিধির আর্থিক সুবিধা দেয়া বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানই ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানকে বোঝায়।
Micro শব্দটির বাংলা অর্থ ক্ষুদ্র এবং Credit শব্দের বাংলা অর্থ ঋণ। তাই আমরা বলতে পারি ইংরেজি MicroCredit শব্দের বাংলা অর্থ ক্ষুদ্রঋণ। ক্ষুদ্রঋণ'কে ইংরেজিতে MicroFinance'ও বলা যায়।
আপনারা জানেন, মাইক্রোফিন্যান্স বা ক্ষুদ্রঋণ এমন এক আর্থিক সেবা, যা দ্বারা ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা হয়। সাধারণত এইসব ঋণ প্রদান করা হয় নিম্ন আয়ের মানুষ ও বেকারদের আত্মকর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে।
ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান পরিচালনায় আমাদের সফটওয়্যারের প্রয়োজনীয়তা অপরিহার্য। আপনি অনেকদিন যাবত একটি সমবায় সমিতি বা ক্ষুদ্রঋণ দানকারী প্রতিষ্ঠান এনালগ পদ্ধতিতে পরিচালনা করে আসতেছেন।
জনসংখ্যা বৃদ্ধির সাথেসাথে মানুষের চাহিদাও বেড়েছে।