ঋণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় গুলোর মধ্যে ঋণ নিরাপত্তা (Loan Securities) অন্যতম। একটি প্রতিষ্ঠান কাউকে ঋণ প্রদান করার পূর্বে অবশ্যই ঋণের নিরাপত্তা নিয়ে ভাবে, কারণ জামানত বিহীন ঋণ প্রদানের ব্যাপারটা উক্ত গ্রহীতার সক্ষমতা ও আর্থিক সম্পদের উপর নির্ভরশীল।
লোন বা ঋণ(Loan) সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা পর্বটা অনেক দীর্ঘ। একটি ক্ষুদ্র ঋণদান সংস্থা বা প্রতিষ্ঠান গ্রাহকদের মধ্যে কিছু কন্ডিশন আরোপ করে ঋণ প্রদান করে থাকে।
ঋণ(Loan) বলতে আমরা বুঝি শর্ত সাপেক্ষে সেবা প্রদান যা নির্দিষ্ট সময়ের পরে ফেরতযোগ্য। কিন্তু ক্ষুদ্রঋণ হচ্ছে এমন একটি ঋণপ্রক্রিয়া যেখানে ঋণের আকার ছোট, ঋণের মেয়াদ সল্প, সহজ শর্ত এবং বিনা জামানতে ঋণ সেবা প্রদান করে।
কেউ যখন কোনো ব্যাংক, বন্ধু, আত্মীয়, সংস্থা বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান(MicroFinance Organization) থেকে ভবিষ্যতে সুদ সহ মূলধন ফেরত দেয়ার আশ্বাস দিয়ে টাকা ধার করে তাকে ঋণ (Loan) বলা হয়।
কোন ঋণদান প্রতিষ্ঠান(MicroFinance Organization) বা কোন এনজিওর অবশ্যই শাখা থাকতে পারে। আমরা দেখিযে দেশের আনাচেকানাচে অনেক বড়বড় এনজিও বা সংস্থা তাদের ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং কোনো ধরনের জট-ঝামেলা ছাড়াই পরিচালনা করছে।
অ্যাকাউন্টিং (Accounting) হল ঋণদানকারী প্রতিষ্ঠানের অর্থনৈতিক সত্ত্বা সম্পর্কিত আর্থিক তথ্যের নিখুঁত মূল্যায়ন। ব্যবসার ভাষা হিসেবে বিবেচিত অ্যাকাউন্টিং একটি সংস্থার অর্থনৈতিক কার্যকলাপের ফলাফল মূল্যায়নে সহায়তা করে।