Micro শব্দটির বাংলা অর্থ ক্ষুদ্র এবং Credit শব্দের বাংলা অর্থ ঋণ। তাই আমরা বলতে পারি ইংরেজি MicroCredit শব্দের বাংলা অর্থ ক্ষুদ্রঋণ। ক্ষুদ্রঋণ'কে ইংরেজিতে MicroFinance'ও বলা যায়। ঋণ বলতে আমরা বুঝি শর্ত সাপেক্ষে সেবা প্রদান যা নির্দিষ্ট সময়ের পরে ফেরৎ যোগ্য তাকে বুঝি। মুলত ক্ষুদ্রঋণ হচ্ছে এমন একটি ঋণপ্রক্রিয়া যেখানে ঋণের আকার ছোট, ঋণের মেয়াদ সল্প, সহজ শর্ত এবং বিনা জামানতে ঋণ সেবা প্রদান করে। সাধানত যারা প্রচলিত ব্যাংক সেবার বাইরে আছে, সেই সকল উপকারভোগীরাই ক্ষুদ্রঋণ পেয়ে থাকেন। এটি ক্ষুদ্রঋণ নামে পরিচিত।
ক্ষুদ্র ঋণ একটি স্বল্পপরিমাণ ঋণের বর্ধিতাংশ। বেকার, দরিদ্র উদ্যোক্তা এবং দরিদ্রভাবে বসবাস করেন এমন জনগোষ্ঠী যারা সাধারণ ব্যাংকগুলোর ঋণের আওতায় আসতে পারেন না তাদের সহজশর্তে বিনা জামানতে এই ঋণ প্রদান করা হয়ে থাকে। ক্ষুদ্রঋণ হচ্ছে দারিদ্র্য-বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা প্রদানের লক্ষ্যে প্রদত্ত ঋণ সুবিধা। বর্তমান গ্রামগঞ্জেও ব্যক্তিপরিচালিত অনেক সমবায় সমিতি বা ক্ষুদ্র ঋণদান প্রতিষ্ঠান গড়ে উঠছে যার সাহায্যে স্বল্প আয়ের লোকজন ঋণ গ্রহণে স্বচ্ছতা পাচ্ছে। বর্তমানে এসব ঋণদান প্রতিষ্ঠান ঋণ প্রদানে বেশি কার্যকর ভূমিকা পালন করছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডঃ সালেহ উদ্দিন আহমেদ ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দিতে গিয়ে বলেন- ক্ষুদ্রঋণ বলতে বুঝায় সামান্য ধার যা সাধারণত ব্যাংকের বা অন্যান্য সংস্থার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে প্রদান করা হয়। এটি এমন একটি কর্মসূচি যা আত্মকর্মসংস্থান , অন্যান্য অর্থনৈতিক কর্মসূচি এবং ব্যবসায়িক কর্মসূচির জন্য দরিদ্র্ জনগোষ্ঠীকে আর্থিক ঋণ সরবরাহ করে থাকে।
ক্ষুদ্র ঋণের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো হলো-
১। গরীবের জন্য ঋণ
২। জামানত মুক্ত ঋণ
৩। সাংগঠনিক প্রেসার বা চাপ সৃষ্টির জন্য ঋণ
৪। স্বল্প আকারে ঋণ ও
৫। আত্মকর্মসংস্থানের জন্য ব্যবহৃত ঋণ।
এরকম ক্ষুদ্র ঋণদানে বিভিন্ন ঋণ প্রতিষ্ঠান যেমন ব্যাংক, সংস্থা, সমবায় সমিতিগুলো এগিয়ে আসে। এখনকার দিনে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ব্যক্তি উদ্যাগে এরকম ঋণ দানকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে। আমরা এসকল মাইক্রোফিন্যান্স অর্গানাইজেশন গুলোর কথা মাথায় রেখেই সম্পূর্ণ নিজ উদ্যাগে তৈরি করেছি MFMS BD নামক বিশেষ এই সফটওয়্যারটি। আশা করি এই ইউনিকি সফটওয়্যারটি আপনাদের চাহিদার দ্বারপ্রান্তে পৌঁছোতে পারবো।
⭐বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205