ঋণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় গুলোর মধ্যে ঋণ নিরাপত্তা (Loan Securities) অন্যতম। একটি প্রতিষ্ঠান কাউকে ঋণ প্রদান করার পূর্বে অবশ্যই ঋণের নিরাপত্তা নিয়ে ভাবে, কারণ জামানত বিহীন ঋণ প্রদানের ব্যাপারটা উক্ত গ্রহীতার সক্ষমতা ও আর্থিক সম্পদের উপর নির্ভরশীল। একটি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান কোন প্রকার নিরাপত্তা বা সিকিউরিটিস ছাড়াই ঋণ প্রদান করলে তাদের প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার সুযোগ দেখা দিতে পারে। ঋণ নিরাপত্তা এমন একটি ব্যাপার যা আর্থিক অবস্থানে জোরালো করার পাশাপাশি প্রতিষ্ঠানকে শঙ্কামুক্ত করে থাকে। প্রতিষ্ঠান অফলাইন কিংবা অনলাইন যেভাবেই পরিচালনা করা হোক ঋণ নিরাপত্তা জোরালো করাটা আবশ্যক।
একজন গ্রহীতা ঋণ নেয়ার আগে অবশ্যই সিকিউরিটি হিসেবে ইন্ডিরেক্টলি কিছু একটা জামানত রাখবে যার উপর নির্ভর করে তাকে নগদ অর্থ প্রদান এপ্রুভ হবে, হতে পারে সেটা জমি কিংবা বাড়ি যার মাধ্যমে ঋণ গ্রহণে সক্রিয় হওয়া যায়।
একটি ঋণ প্রতিষ্ঠান বা সমবায় সমিতি যেভাবে সিকিউরিটি বজায় রেখে ঋণ কার্যক্রম পরিচালনা করে তেমনি আমাদের MFMS BD সফটওয়্যারটিও এর ব্যতিক্রম নয়। সকল প্রকার ঋণ প্রক্রিয়াকে নিশ্চিত করাই আমাদের কাজ। কোন প্রতিষ্ঠান অনলাইনে পরিচালনা করার একমাত্র নিরাপদ মাধ্যম আমাদের MFMS BD
আমাদের লোন অপশনের ঋণ নিরাপত্তায় আপনি পাচ্ছেন সঞ্চয়ীদের ঋণ স্ট্যাটাস দেখার এবং একজন গ্রহীতার ঋণের নিরাপত্তা কোন বিষয়ের উপর দেয়া হয়েছে সেটা দেখার সুবিধা পাবেন। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের সঞ্চয়ী একাউন্ট আপডেট করতেও পারেন যে কোন সময়। এককথায় “MFMSBD” সফটওয়্যারে গিয়ে Loan> Loan Securities মেন্যুতে ক্লিক করে সকল Loan Holders বা ঋণ গ্রহীতারা তাদের ঋণ বাবদ কি সিকিউরিটিজ রেখেছেন তা জানতে ও সংস্করণ করতে পারবেন। আমাদের সফটওয়্যারের প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানতে ব্লগ গুলো ফলো করুন। পছন্দ হলে নিচের ঠিকানায় কন্ট্যাক্ট করুন আজই।
বিস্তারিত জানতে যোগাযোগ ও অর্ডার করুনঃ-
📞কলঃ +88 0258157287
+88 01723249951
📧 ইমেইলঃ info@mfmsbd.com
আরও বিস্তারিত আমাদের ওয়েবসাইটেঃ-
🌏 ভিজিটঃ https://www.mfmsbd.com
ডেমোঃ https://demo.mfmsbd.com
💺আমাদের অফিসঃ-
OS CLiCKS Ltd.
160, Lake Circus,
Kalabagan, Dhaka-1205